বিশ্বকাপ

বাংলাদেশের কাকে ভয় পাবো, প্রশ্ন ক্যারির

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:04 বুধবার, 19 জুন, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঘরের মাটিতে স্পিন আক্রমণই প্রধান অস্ত্র টাইগারদের। বিদেশের মাটিতেও প্রতিপক্ষের চোখ থাকে বাংলাদেশের স্পিনারদের দিকে। যদিও অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি খুব বেশি সমীহ দিচ্ছেন না বাংলাদেশের স্পিন আক্রমণকে। 


বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে যখন তাঁকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের স্পিন আক্রমণকে কি অস্ট্রেলিয়া ভয় পাচ্ছে? তখন তাঁর পাল্টা প্রশ্ন, 'কাকে ভয় পাবো?' 

এমন প্রশ্ন করে নিজের মতে দৃঢ় থাকতে পারেননি ক্যারি। কিছুক্ষণ পরই সাকিবের কথা মনে পড়েছে তাঁর। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পিন সামর্থ্যের কথা মনে পড়তেই সুর বদল করেছেন তিনি। একইসঙ্গে মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেনদের স্পিন খেলার প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন তিনি। 

'তাদের স্পিন আক্রমণে আমরা ভীত নই। আমরা অবশ্যই প্রস্তুতি নিয়েছি। আমরা জানি সাকিব বড় রকমের হুমকি। বাংলাদেশের হয়ে সে দুর্দান্ত খেলছে। এ ছাড়া মেহেদী বা বাকি স্পিনার যারা আছে, তারাও ভালো করছে।'

অস্ট্রেলিয়া শিবিরে চিন্তা আছে টাইগার পেসারদের নিয়েও। মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক ফর্মও ভাবাচ্ছে তাদের।

ক্যারি বলেছেন, 'আমরা যেমন স্পিন খেলার প্রস্তুতি নিয়েছি, তেমনি পেস বল খেলারও। এই মুহূর্তে মুস্তাফিজ দারুণ বল করছে। আমরা কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।'