বিশ্বকাপ

সাকিবকে নিয়ে পড়াশোনা করেছে অস্ট্রেলিয়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:33 বুধবার, 19 জুন, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্সের নেপথ্যে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলই বাড়তি নজর রাখছে তাঁর দিকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে নিয়ে পড়াশোনা করেছে অস্ট্রেলিয়াও।

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব বল হাতেও নিয়মিত দলের জন্য অবদান রাখছেন। তাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে আসা অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, বাংলাদেশ অলরাউন্ডারকে নিয়ে তাদের পরিকল্পনার কথা।

'অবশ্যই বাংলাদেশ এই মুহূর্তে অনেক ভালো ক্রিকেট খেলছে এবং সাকিব তাদের নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই সাকিবকে নিয়ে পড়াশোনা করতে হয়েছে, একই সঙ্গে টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানদের নিয়েও।'

চলতি বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার মাত্র ৪ ম্যাচ খেলে ৩৮৪ রান সংগ্রহ করে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে নেমে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। সেই সঙ্গে টানা ৫ ওয়ানডেতে পঞ্চাশোর্ধ রানের চক্র পূরণ করার নজির গড়েছেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ তাঁর পারফর্মেন্সের দিকে তাকিয়ে থাকবে। বিশেষ করে টপ অর্ডারে ব্যাট হাতে তাকে পথ দেখাতে হবে। বোলার সাকিবকেও বড় হুমকি মানছে অস্ট্রেলিয়া। যদিও বাংলাদেশের স্পিন আক্রমণে অজিরা ভীত নয় বলেও জানিয়েছেন ক্যারি।

'আমরা স্পিন আক্রমণে ভীত নই। অবশ্যই আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। আমরা জানি সাকিব বড় হুমকি। এই মুহূর্তে সে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে।'