বিশ্বকাপ

ম্যানচেস্টারে মারামারিতে জড়িয়েছেন আফগান ক্রিকেটাররা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:07 বুধবার, 19 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন রেস্টুরেন্টে মারামারি করেছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। সোমবার ম্যানচেষ্টারে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় পুলিশকেও ডাকা হয়েছিল সেদিন, বিবিসির একটি সূত্রের মাধ্যমে জানা গেছে।

আফগানিস্তানের কোন ক্রিকেটাররা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সেই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সোমবার রাত ১১টা ১৫মিনিটের দিকে এমন ঘটনা ঘটে। রেস্টুরেন্টে আফগান ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন কয়েকজন ভক্ত।

কিন্তু ক্রিকেটাররা রাজি না হওয়ায় শুরু হয় বাকবিতন্ড। কথাকাটাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় দুই গ্রুপের মাঝে। এরপর স্থানীয় পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে।

এই ঘটনার পরের দিন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে লজ্জায় ডুবেছে আফগানিস্তান। ইংলিশ দলপতি ইয়ন মরগানের এক ইনিংসে রেকর্ড ছক্কা (১৭) হাঁকানোর দিনে ইংলিশরা ৩৯৭ রানের পুঁজি পায় স্কোরবোর্ডে। 

বিশ্বকাপে বল হাতে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড গড়েন রশিদ খান। ৯ ওভারে বিনা উইকেটে ১১০ রান খরচ করেন তিনি। জবাবে মাত্র ২৪৭ রান তুলতে সক্ষম হয় আফগানরা। ১৫০ রানের জয় পায় ইংল্যান্ড।