বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপেই ক্যারিয়ার বদলাতে চান লিটন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:54 বুধবার, 19 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের মোড় পাল্টাতে চান বাংলাদেশ দলের ডানহাতি ব্যাটসম্যান লিটন দাস। বিশ্বকাপের অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে ইতিমধ্যে আগাম বার্তা দিয়েছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে দলের জন্য অবদান রাখবেন, এমন লক্ষ্য পূর্বেই স্থির করে রেখেছিলেন লিটন।

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে টিম কম্বিনেশনের কারণে জায়গা হয়নি লিটনের। শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হওয়ার কথা থাকলেও ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে।

জেসন হোল্ডারদের বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে সেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন এই ব্যাটসম্যান। টপ অর্ডার ব্যাটসম্যান হয়েও মিডল অর্ডারের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন তিনি। ক্যারিবীয়দের দেয়া ৩২২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় সাকিব আল হাসানের সঙ্গে গড়েছেন ১৮৯ রানের রেকর্ড জুটি।

সাকিবের সঙ্গে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। 'আমি সব সময়ই চেয়েছি বৈশ্বিক আসর গুলোতে দলের জন্য অবদান রাখতে। এই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে চাই। আমার লক্ষ্য বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের মোড় পাল্টে দেয়ার।'

বিকেএসপিতে ক্রিকেটের হাতেখড়ির সময় মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন লিটন। কোচ মন্টু দত্তের পরামর্শে নিজেকে উপরের সারির ব্যাটসম্যানে পরিণত করেন তিনি। এটাকেই তাঁর ক্যারিয়ারের আরেকটি মোড় পাল্টে দেয়ার মুহূর্ত মনে করছেন এই ব্যাটসম্যান।  

বাংলাদেশ দলে টপ অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে আগে খেলা হয়েছে লিটনের। এই প্রথম খেলেছেন মিডল অর্ডারে, জানিয়েছেন দলের প্রয়োজনে যে কোন পজিশনে খেলতে প্রস্তুত তিনি। 

'দলে (বিকেএসপি) আমি পাঁচ অথবা ছয় নম্বরে ব্যাট করতাম। একদিন আমার কোচ মন্টু দত্ত বললেন, তুমি টপ অর্ডারে না খেললে ভালো ব্যাটসম্যান কিভাবে হবে? হয়তো এটাই আমার ক্যারিয়ার পাল্টে দেয়ার প্রথম ধাপ। 

সম্প্রতি আমি নিচের দিকে ব্যাটিং করিনি, কিন্তু দলের প্রয়োজনে যে কোন পজিশনে খেলতে রাজি আমি। আমাকে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে যেন সুযোগগুলো কাজে লাগাতে পারি।' বলেছেন লিটন।