বিশ্বকাপ ২০১৯

সতীর্থদের সরফরাজের হুমকি!

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:01 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সতীর্থদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বাজে পারফর্মেন্সের কথা ঝেরে ফেলে শেষ চার ম্যাচে সবাইকে দলের জন্য খেলার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক হারের পর ইংলিশদের হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ার পর শেষ দুটি ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে যায় সরফরাজের দল। 

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটির। বিশ্বকাপ থেকে বাদ পড়লে শুধু নিজে নয়, সবাইকেই দেশে ফিরতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

সরফরাজ বলেন, ‘যদি কেউ মনে করে আমি একা ঘরে (দেশে) যাচ্ছি, তবে সেটা ওদের বোকামি। আল্লাহ না করুক, যদি উল্টা-পাল্টা কিছু হয় তবে আমি একা দেশে যাব না।’ 

‘সবাইকে পাকিস্তানে ফিরতে হবে। খারাপ পারফরম্যান্সের কথা ভুলে যাও এবং বাকি চার ম্যাচে দলের পারফরম্যান্স উপরে নিয়ে আসো।’ বলেন সরফরাজ।

সেমিফাইনালে জায়গা পেতে হলে হাতে থাকা ৪টি ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে চোখ রাখতে হবে বাকি দলগুলোর ফলাফলের ওপরও।