বিশ্বকাপ ২০১৯

স্টার্ক-বুমরাহদের জন্য প্রস্তুত বাংলাদেশ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:49 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বাউন্স এবং গতিময় বোলিয়ের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। শ্যানন গ্যাব্রিয়েল-ওশানে থমাসদের বাউন্স পরীক্ষায় পাশ করলেও সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে তামিম ইকবাল-সাকিব আল হাসানদের জন্য।

মোকাবেলা করতে হবে মিচেল স্টার্ক-জাসপ্রিত বুমরাহদের মতো বিশ্বমানের পেসারদের। তবে তাঁদের বাউন্স এবং গতির বিপক্ষে পরীক্ষা দিতে প্রস্তুত বাংলাদেশ। ডানহাতি ব্যাটসম্যান লিটন দাস জানিয়েছেন, গ্যাব্রিয়েল-থমাসদের বিপক্ষে যেভাবে নিয়ন্ত্রিত ব্যাটিং করেছেন; সেভাবে ভারত এবং অস্ট্রেলিয়ার পেসারদেরও খেলতে চায় টাইগার ব্যাটসম্যানরা।

উইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে ১৮৯ রানের জুটি গড়ে চলতি বিশ্বকাপে মাশরাফিবাহিনীর দ্বিতীয় জয় নিশ্চিত করেন লিটন দাস। ৯৪ রানে অপরাজিত থাকার পাশাপাশি জয়সূচক রানটিও এসেছে তাঁর ব্যাট থেকে।   

'শর্টবল অস্ট্রেলিয়াও করতে পারে। আবার ভারত বা যে কেউ করতে পারে। তো আজ যেভাবে নিয়ন্ত্রণ করলাম, ওইভাবে নিয়ন্ত্রণ করতে হবে।’ ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর লিটন এভাবেই বলেছেন।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আগামী ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করলে সবার আগে স্টার্ক-রিচার্ডসনদের বাউন্স এবং গতির বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে লিটন-মুশফিকদের।

এরপর ২ জুলাই ভারত এবং ৫ জুলাই পাকিস্তানের পেসারদের সামলাতে হবে বাংলাদেশকে। ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে ব্যাটসম্যানদের এমন দাপুটে ব্যাটিং তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্যই আত্মবিশ্বাস দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। যা সামনের ম্যাচগুলোতে কাজে দেবে বলে বিশ্বাস লিটনের।