বিশ্বকাপ

ফিঞ্চকে টপকে শীর্ষে সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:52 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলার মাধ্যমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান। এরই সাথে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। 

৪ ম্যাচে এখন পর্যন্ত ১২৮ গড়ে ৩৮৪ রান সংগ্রহ করেছেন সাকিব। যেখানে তিনি হাঁকিয়েছেন দুটি শতক এবং দুটি অর্ধশতক। সোমবারের ম্যাচটির আগে সাকিবের রান সংখ্যা ছিল ২৬০। 

অপরদিকে ৬৮.৬০ গড়ে ৩৪৩ রান নিয়ে শীর্ষে ছিলেন ফিঞ্চ। তিনি ১টি শতক এবং ২টি অর্ধশতক হাঁকিয়েছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়তে আছেন ভারতের রোহিত শর্মা। 
৩ ম্যাচে ১৫৯.৫০ গড়ে ৩১৯ রান সংগ্রহ করা এই ওপেনারের রয়েছে ২টি শতক এবং ১টি অর্ধশতক।  

অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রয়েছেন এর ঠিক পরের স্থানে অর্থাৎ চতুর্থতে। এখন পর্যন্ত ৫টি ম্যাচে ৭০.২৫ গড়ে ২৮১ রান সংগ্রহ করেছেন তিনি। ১টি শতক এবং ২টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।   

এরপর তালিকার পঞ্চমে আছেন ইংল্যান্ডের জো রুট। ৪ ম্যাচে ৯৩ গড়ে ২৭৯ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ২টি শতক এবং ১টি অর্ধশতক।