বিশ্বকাপ

রুট-কোহলির মতোই অসাধারণ সাকিবঃ রমিজ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 14:01 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বিশ্বকাপে তিন নম্বরে নেমে অসাধারণ ব্যাটিং করছেন সাকিব আল হাসান। তিন নম্বরে সুপ্রতিষ্ঠিত ব্যাটসম্যান ভিরাট কোহলি এবং জো রুট তাঁদের দলের হয়ে যে ভূমিকা পালন করে, বাংলাদেশ দলে একই ভূমিকা পালন করে থাকেন সাকিব, মনে করছেন ধারাভাষ্যকার রমিজ রাজা।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সাকিবের অপরাজিত ১২৪ রানের ইনিংসটি মনে ধরেছে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারের। সাকিবের ইনিংস নিয়ে কথা বলার সময় জানান,  

'মিডল অর্ডারে ব্যাট করা একজন ক্রিকেটার, যে কিনা এই বিশ্বকাপে তিনে খেলছে এবং এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহকদের একজন হয়েছে- এটা বিশেষ কিছু। ভিরাট কোহলি বা জো রুট তাঁদের দলে যে ভূমিকা পালন করে থাকেন সাকিবও ঠিক ওইভাবে তাঁর দলের জন্য একই ভূমিকা পালন করছেন।' 

২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজ থেকেই নিয়মিত তিনে নামা শুরু করেছেন সাকিব। যদিও ইনজুরির কারণে পরবর্তীতে পাঁচ বা ছয়ে নেমে যেতে হয় তাঁকে। তিনে সফলতার চিহ্ন বেশ আগে থেকেই রেখে চলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রমিজকে বিশেষভাবে মুগ্ধ করেছে ব্যাটসম্যান হিশেবে সাকিবের চিন্তাধারা, শট নির্বাচন এবং ধৈর্যশীল মেজাজ। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার আরও জানান,  

'সাকিবের তিনে খেলা দারুণ কিছু। তিনে ব্যাট করতে ভালো রকমের মেজাজ লাগে। তিনে ব্যাট করতে অনেকেই চায়, কিন্তু পারে না। কেননা মিডল অর্ডারে খেললে আপনি চারটি বল দেখে খেলবেন, এরপরের দুই বলে হয়তো আপনাকে দুটি ছয় হাঁকাতে হবে বা আপনার অমনটাই ইচ্ছা করবে।

'ম্যাচের অবস্থাই এমন থাকে। সেখান থেকে উঠে গিয়ে তিন নম্বরে খেলা বা একজন ব্যাটসম্যানের মতো চিন্তা করা অথবা শর্ট নির্বাচনে সতর্ক হওয়া- এগুলো ছিল দেখার মতো বিষয়। এটাই প্রমাণ করে আপনি যদি চিন্তাশীল ক্রিকেটার হয়ে থাকেন, আপনার উন্নতি হবেই।'