বিশ্বকাপ

সাকিবকে স্টাম্প নিতে দেননি আম্পায়াররা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:52 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর স্বারক হিসেবে স্টাম্প তুলে নিতে চেয়েছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আম্পায়ারদের কারণে আর সেটি নেয়া সম্ভব হয়নি তাঁর।

বিশ্বকাপের স্ট্যাম্পে জিং বেল লাগানো থাকায় সেটি কোনো খেলোয়াড়কে সেটি দেয়ার বিধান নেই আইসিসির। সেই কারণে সাকিব স্টাম্পটি নিতে গেলে তাঁকে বারণ করেছিলেন মাঠে দায়িত্বরত আম্পায়াররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এরই ব্যাখ্যা দিয়েছেন সাকিব। এই নিয়ে যদিও তাঁর তেমন আক্ষেপ নেই। সাকিব বলেছেন, 'ঐ যে এখন জিং বেল না কি যেন বলে। লাইট জ্বলে, আমি আসলে এগুলো জানি না। নিয়ে লাভ নেই আসলে।' 

তবে স্মারক হিসেবে স্টাম্পটি নিতে না পারলেও ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দিনটিকে ঠিকই স্মরণীয় করে রেখেছেন সাকিব। ব্যাট হাতে বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা এই অলরাউন্ডার এখন পর্যন্ত দুটি শতক এবং দুটি অর্ধশতক হাঁকিয়েছেন এই বিশ্বকাপে। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা বজায় আগামীতেও বজায় রাখতে চান তিনি।