বিশ্বকাপ

বাংলাদেশের এই জয় প্রাপ্য ছিলঃ আফ্রিদি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 11:10 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়টি প্রাপ্য ছিল বলে বিশ্বাস সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর তিনি বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সাকিব। আর লিটন দাসের ব্যাট থেকে এসেছে মাত্র ৬৯ বলে ৯৪ রানের ইনিংস। দুজনের ইনিংসকেই অসামান্য বলে মূল্যায়ণ করেছেন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শেই হোপেরও প্রশংসা করেছেন তিনি। টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন,

‘অসংখ্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। এই জয় তাদের প্রাপ্য। অসামান্য ইনিংস খেলেছেন সাকিব আল হাসান ও লিটন দাশ। শাই হোপ-ও।'

আফ্রিদির মতে বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলকে অবমূল্যায়ন করা উচিৎ নয়। কারণ এই বিশ্ব আসরে প্রতিটি দলই নিজেদের সজ্জিত করে এসেছে। তাই তাদের সামর্থ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

'বিশেষ করে বিশ্বকাপের মতো মঞ্চে আপনার কোনো দলকে অবমূল্যায়ন করা উচিৎ নয়। সব দলই সজ্জিত হয়ে এসেছে।’

ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ফলে বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ৫ ম্যাচে টাইগারদের দুটি জয় ও দুটি হার রয়েছে। শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ফলে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল লঙ্কানদের সঙ্গে।