বিশ্বকাপ ২০১৯

রাসেল আমাকে দেখে লজ্জা পায়ঃ মুস্তাফিজ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 01:46 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডারর্সে আন্দ্রে রাসেলকে দুর্দান্ত এক ইয়র্কারে মাত্র ২ রানে বোল্ড করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেবছর আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। ৩বছর পর টনটনে বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছে একই চিত্র। ক্যারিবিয়ান এই অলরান্ডারকে ০ রানেই সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। বিধ্বংসী এই ক্যারিবিয়ানের বার বার উইকেট তুলে নেয়ার পর মুস্তাফিজ জানিয়েছেন, তাঁকে মোকাবেলা করতে আন্দ্রে রাসেল লজ্জা পান।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে টাইগার কোচ স্টিভ রোডস জানিয়েছিলেন তাঁদের জন্য সব থেকে বড় হুমকি আন্দ্রে রাসেল। এই রাসেলকেই বাংলাদেশের বাচা মরার ম্যাচে ০ রানে বিদায় করেছেন পেসার মুস্তাফিজ। 

ইনিংসে ৪০তম ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রন ওয়েস্ট ইন্ডিজদের পক্ষেই ছিল। সেই সময় বোলিংয়ে এসে ওভারে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের ৩ উইকেট নেয়ার দিন জেসন হোল্ডারের দল ৩২১ রানের পুঁজি পেলেও সাকিব আল হাসানের সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

'রাসেল শুধু আজকে না এর আগেও অনেক বার আউট করেছি, ও আমাকে দেখলে একটু লজ্জা পায় আসলে', মুস্তাফিজ।

বাংলাদেশের বাঁচা মরার ম্যাচে বল হাতে শুরুটা ভালো হয় নি মুস্তাফিজের। প্রথমে তাঁর উপর চড়াও হয়ে খেলেছেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। এরপর অবশ্য ঠিকই ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

'ওই সময় তো সবাই মারতে শুরু করসিল। আমাকে সে সময় বোলিং দিয়েছে আমি চেষ্টা করেছি' মুস্তাফিজ আরও জানান।