বিশ্বকাপ ২০১৯

হাতে চোট নিয়ে সাকিবের শতক?

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 00:10 মঙ্গলবার, 18 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের নবম শতক হাঁকানোর দিন বাঁহাতি এই ব্যাটসম্যানকে লড়াই করতে হয়েছে চোটের সঙ্গেও।

পুরো ইনিংস ধরে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করলেও নব্বইয়ের ঘরে ব্যাটিং করার সময় হাতে ব্যথা অনুভব করছিলেন সাকিব। সে সময় মাঠে ফিজিওর শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে ফের খেলা শুরু করেন এই অলরাউন্ডার।

তুলে নেন ক্যারিয়ারের নবম শতক এবং বাংলাদেশের জয় নিশ্চিত করেন এই অলরাউন্ডার। বাংলাদেশের জয় নিশ্চিত করার দিন শেষ পর্যন্ত সাকিব অপরাজিত ছিলেন ৯৯ বলে ১২৪ রানে।

তাঁর এই চোটের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায় নি। তবে আশা করা যাচ্ছে হাতের চোট গুরুতর নয়। দ্রুতই এই বিষয়ে টিম ম্যানেজম্যান্টের কাছ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময়ও চোট পেয়েছিলেন সাকিব। হাটুর চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সেমিফাইনালের টিকিট পেতে হাতে থাকা বাকি ৪টি ম্যাচের অন্তত ৩টিতে জিততেই হবে টাইগারদের।