বিশ্বকাপ

ওয়ার্নারের কাছে সেঞ্চুরিটি অনেক মূল্যবান

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:03 বৃহস্পতিবার, 13 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে হাঁকানো শতককে একটু ভিন্ন চোখেই দেখছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার জার্সিতে দীর্ঘ সময় পর হাঁকানো শতকটির মহত্ত্ব তাঁর কাছে অনেক বেশী। যেকারণে এই ইনিংসকে আলাদা করে রাখছেন এই ওপেনার।

আফগানিস্তানের বিপক্ষে শতকের কাছে গিয়েও ৮৯ রানে অপরাজিত থাকতে হয়েছিল ওয়ার্নারকে।  এরপর ভারতের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে সেটাকে বড় স্কোরে রুপান্তরিত করতে পারেন নি। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই ভুল করেন নি  অজি ওপেনার। 

১১১ বলে খেলেছেন ১০৭ রানের নজরকাড়া ইনিংস। উইকেট থেকে সুবিধা নিয়ে মোহাম্মদ আমির যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিপদে ফেলছিলেন সেই পরিস্থিতিতে এমন শতক হাঁকিয়ে নজির গড়েছেন তিনি।  

'ইনিংস শুরুর দিকে বল বেশি মুভ করছিল, এ কারণে আমাকে শক্তভাবে বলগুলো মোকাবিলা করতে হচ্ছিল। একজন ব্যাটসম্যান হিসেবে এই সেঞ্চুরি আমার কাছে অনেক কিছু। পাকিস্তান তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তবে আমাদের বোলাররা ভালো বল করেছে। দুর্দান্ত একটি ম্যাচ ছিল', ওয়ার্নার জানান।

বল টেম্পারিং কান্ডে ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর ভেঙ্গে পড়েছিলেন ওয়ার্নার। সে সময় তাঁর পরিবার তাঁকে অনেক সাহায্য করেছে। আর টেম্পারিং কান্ডের ঘটনাটি তাঁকে অনেক সাহায্য করেছে এতদূর পথ পাড়ি দেয়ার জন্য, 

‘হ্যাঁ, অবশ্যই। আমার মাথায় সবসময় এই ব্যাপারটি কাজ করত। আর আমি মনে করি, এই একটা জিনিসই আমাকে সবসময় সাহায্য করেছে। আমি নিজেকে যথাসম্ভব ফিট রেখেছি। এ ছাড়াও টি-টোয়েন্টি লিগগুলোতে রানের পর রান করার চেষ্টা করেছি।'

'টি-টোয়েন্টি লিগগুলোতে রান পাওয়ার আগে, আমি বিছানা ছেড়ে ঠিকভাবে উঠতেই পারতাম না। তবে আমার বাচ্চারা আর আমার স্ত্রী আমাকে সবসময় সাহায্য করেছ। 

'আমি আমার ঘর, আমার পরিবার থেকে অনেক সমর্থন পেয়েছি। বিশেষ করে আমার স্ত্রী। সে আমার পরশমণি। সে অবিশ্বাস্য। সে সর্বদা আমার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, বিনয়ী ও নিঃস্বার্থ ছিল', ওয়ার্নারের ভাষ্যমতে।