বিশ্বকাপ ২০১৯

ট্রেন্টব্রিজে দুই অপরাজেয়র লড়াই

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 01:22 বৃহস্পতিবার, 13 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে ভিরাট কোহলির ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই দুই অপরাজেয় দলেরই লড়াই বৃহস্পতিবার। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল। 
   
৩ ম্যাচের সবগুলোতে জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কিউইরা এদিন মাঠে নামবে যথেষ্ট আত্মবিশ্বাসের সহিত। তবে এক ম্যাচ কম খেলে চতুর্থতে থাকলেও শক্তিমত্তার দিক থেকে কোনও অংশে কম থাকছে না কোহলি বাহিনীও। সবমিলিয়ে সেয়ান সেয়ানে লড়াই আশা করা যাচ্ছে আগামীকালের ম্যাচে। 

অবশ্য টানা তিন ম্যাচে জয় পেলেও আত্মতৃপ্তিতে ভুগছে না নিউজিল্যান্ড। দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর জানিয়েছেন ভালোভাবে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করাই মূল লক্ষ্য তাঁর দলের। ম্যাচের আগের দিন তিনি বলেছেন, 

'আমি পাঁচ-ছয়টি দলের কথা বলতে পারি যারা ভালো খেলছে। আমার মতে, এটা অনুমান করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। সাতটি দল এখনও লড়াইয়ে আছে। গ্রুপ পর্বের শেষ পর্যন্ত যদি ভালো ভাবে যেতে পারেন তবে, সেমি ফাইনালে যাওয়া সম্ভব।'

এদিকে এই লড়াইয়ের আগে ভারতের জন্য দুঃসংবাদের কারণ হয়ে এসেছে ইনফর্ম ওপেনার শিখর ধাওয়ানের ইনজুরি। রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ধাওয়ান। কিন্তু চোট উপেক্ষা করে সেঞ্চুরি হাঁকান তিনি। 

পরবর্তীতে ফিল্ডিংয়ের সময় আর মাঠে নামেননি এই ব্যাটসম্যান। সুতরাং তাঁর পরিবর্তে আগামীকালের ম্যাচে ওপেনিংয়ে নামবেন লোকেশ রাহুল। এছাড়াও একাদশে অন্তর্ভুক্তি ঘটতে পারে দীনেশ কার্তিক কিংবা বিজয় শঙ্করের। 

এদিকে ভারতের মতো ব্যাটিং নিয়ে সমস্যায় আছে নিউজিল্যান্ডও। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ওপেনিং জুটি নিয়ে গলদঘর্ম হয়ে আসছে তারা। পরিসংখ্যান অনুযায়ী মিডল অর্ডার ব্যাটসম্যানদের থেকেই বেশি রান পাচ্ছে কিউইরা। এই কারণে আগামীকালের ম্যাচে ওপেনারদের প্রতি বাড়তি প্রত্যাশা থাকবে টিম ম্যানেজমেন্টের।  

তবে ভারতের মতো কিউইদের একাদশেও আগামীকাল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ওপেনার কলিন মুনরোর পরিবর্তে কাল খেলতে পারেন হেনরি নিকোলস। এছাড়াও পেসার টিম সাউদি পুরোপুরি ফিট হয়ে যাওয়ায় ম্যাট হেনরির বদলে দলে আসতে পারেন। ভারতীয় অধিনায়ক কোহলিকে ৫ বার আউট করেছেন সাউদি এখন পর্যন্ত। তাই আগামীকাল তাঁর খেলার জোর সম্ভাবনা রয়েছে।

ভারত একাদশ (সম্ভাব্য)- 

রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভিরাট কোহলি (অধিনায়ক), দীনেশ কার্তিক/ বিজয় শঙ্কর, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ। 

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)- 

মার্টিন গাপটিল, কলিন মুনরো/ হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি/ ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।