বিশ্বকাপ

বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:11 বুধবার, 12 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

পাকিস্তানকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেয়া ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অজি বোলারদের তোপে পাকিস্তান গুটিয়ে গেছে ২৬৬ রানে।

বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ৫৪ রান যোগ করেছেন ইমাম উল হক ও বাবর আজম।

বাবর ৩০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ইমাম অর্ধশতক তুলে নিয়ে ৭৫ বলে ৫৩ রান করে আউট হয়েছেন। মোহাম্মদ হাফিজ দারুণ শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি।

তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ রান। এরপর দ্রুতই ফিরেছেন শোয়েব মালিক (০) ও আসিফ আলী (৫)। মূলত এই দুজন দ্রুত ফেরার ফলেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় পাকিস্তান।

শেষ দিকে বোলারদের নিয়ে লড়াই চালিয়ে যান পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হাসান আলী। মাত্র ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন তিনি।

শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেছেন ওয়াহাব রিয়াজও। তাঁর ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৪৫ রান। একপ্রান্ত আগলে রাখা সরফরাজ আহমেদ ৪০ রান করে রান আউট হলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২৬৬ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নিয়েছেন প্যাট কমিন্স। ২টি করে উইকেট গেছে মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসনের ঝুলিতে। ১টি করে উইকেট পেয়েছেন নাথান কোল্টার নাইল ও অ্যারন ফিঞ্চ।

এর আগে, ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। ৪৯ ওভারে অস্ট্রেলিয়া ৩০৭ রানে অল আউট হয়। ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিতে বড় অবদান রেখেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

এই ম্যাচের শুরুতে টনটনের পেসবান্ধব উইকেটে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আমিরের করা প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেননি দুই অজি ওপেনার।

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ সময় নিয়ে উইকেট থিতু হয়ে হাত খুলে খেলেছেন। দুই ওপেনার জুটি অক্ষত ছিল ২২ ওভার পর্যন্ত। ২৩তম ওভারে আমিরের প্রথম বলে উইকেট দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ (৮২)।

একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। আগের তিন ম্যাচে ধীরগতির ব্যাটিংয়ের জন্য বেশ সমালোচনা হয়েছে ওয়ার্নারের। আজ শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেছেন এই বাঁ হাতি।

ছক্কা চারের ফুলঝুরি না ছড়ালেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন। তাকে অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি স্টিভ স্মিথ (১০) ও ম্যাক্সওয়েলরা (২০)। এই দুজন ফেরার পর ওয়ার্নার সেঞ্চুরি তুলে নিয়ে ১১১ বলে ১০৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।

তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ১টি ছক্কা। এরপর নিয়মত বিরতিতে উইকেট হারিয়েছে অজিরা। শন মার্শ (২৩), উসমান খাজা (১৮) ও অ্যালেক্স ক্যারি (২০) মাঝারি মানের ইনিংস খেলে আউট হলে নিচের সারির আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

ফলে ৪৯ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় ৩০৭ রানে। পাকিস্তানের হয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট গেছে হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাফিজের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৭

(ফিঞ্চ ৮২, ওয়ার্নার ১০৭, স্মিথ ১০, ম্যাক্সওয়েল ২০, মার্শ ২৩, খাওয়াজা ১৮, কেয়ারি ২০, কোল্টার-নাইল ২, কামিন্স ২, স্টার্ক ৩, রিচার্ডসন ১*; আমির ১০-২-৩০-৫, আফ্রিদি ১০-০-৭০-২, হাসান ১০-০-৬৭-১, ওয়াহাব ৮-০-৪৪-১, হাফিজ ৭-০-৬০-১, মালিক ৪-০-২৬-০)

পাকিস্তান: ৪৫.৪ ওভারে ২৬৬

(ইমাম ৫৩, ফখর ০, বাবর ৩০, হাফিজ ৪৬, সরফরাজ ৪০, মালিক ০, আসিফ ৫, হাসান ৩২, ওয়াহাব ৪৫, আমির ০, আফ্রিদি ১*; কামিন্স ১০-০-৩৩-৩, স্টার্ক ৯-১-৪৩-২, রিচার্ডসন ৮.৪-০-৬২-২, কোল্টার-নাইল ৯-০-৫৩-১, ম্যাক্সওয়েল ৭-০-৫৮-০, ফিঞ্চ ২-০-১৩-১)

ফল: অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার