বিশ্বকাপ

ব্যাটসম্যানদের রানে ফেরার তাগিদ প্রোটিয়া কোচের

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 22:26 বুধবার, 12 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

বিশ্বকাপে টিকে থাকার জন্য ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ ডেল বেনকেন্সটেইন। ডি কক, আমলাদের দীর্ঘ সময় ব্যাটিং করার পাশাপাশি বড় জুটি গড়ার দিকে গুরুত্ব আরোপ করার পরামর্শ দিয়েছেন তিনি। 

এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে তারা। প্রায় প্রতি ম্যাচেই বড় স্কোরের আভাস দিয়ে শেষ পর্যন্ত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যানেরা। সেই কারণে ভাগ্য সহায়ও হচ্ছে না তাদের। বেনকেন্সটেইন তাই বলেছেন, 

'ব্যাটসম্যানদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে যেটি এই মুহূর্তে আমরা পারছি না। আমি মনে করি তারা ভালো ব্যাট করেছে, তবে তারা যথেষ্ট দীর্ঘ ব্যাট করতে পারেনি। আমাদের ব্যাটসম্যানদের সুযোগ ছিল ১০০ রান করার এবং ম্যাচ জয়ের জন্য ১০০ রানের জুটি গড়তে পারতো তারা, কিন্তু আমরা শুধুই আউট হয়ে ফিরেছি।'

ব্যাটসম্যানদের প্রতি রানের ক্ষুধা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ। তাঁর ভাষ্যমতে, 'আমার কাছে এটি শুধু একটি মানসিক ব্যাপার। এটি একটি ক্ষুধা। আপনি যখন ইনিংসের মাঝে আউট হবেন এবং ৩০ কিংবা ৪০ রান করবেন, তখন ভাববেন যে আপনি ম্যাচে ছিলেন।'

১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নাটকীয়ভাবে হেরে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেবার প্রোটিয়াদের স্কোয়াডে ছিলেন ডেল বেনকেন্সটেইন। তাঁর বিশ্বাস সেই বিশ্বকাপের তিক্ত স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় দলকে। সেই কারণে বিশ্বকাপ আসলেই মানসিক চাপে ভুগতে থাকেন ক্রিকেটাররা, 

'এই বিশ্বকাপে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস অনেক বড় কিছু। তারা বাড়তি চাপ অনুভব করছে। পূর্বের পরিসংখ্যান সাহায্য করছে না আমাদের এবং আমরা সেটি নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ছেলেরা কিছুটা নার্ভাস এবং আমি মনে করি সেটি প্রকাশ পাচ্ছে তাদের খেলায়।'

তবে সবকিছু দূরে সরিয়ে রেখে প্রতিটি ম্যাচে জয়ের জন্য এখন মাঠে নামার লক্ষ্য প্রোটিয়া ব্যাটিং কোচের। তাঁর বক্তব্য, 'এই মুহূর্তে আমাদের একটি ব্যাপারই মাথায় রাখতে হবে। আমাদের মাঠে যেতে হবে এবং প্রতিটি ম্যাচ জিততে হবে। মানসিকভাবে, আমরা জানি যে আমাদের কি আছে এবং আমাদের কি করতে হবে।'

উল্লেখ্য আগামী ১৫ই জুন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।