বিশ্বকাপ ২০১৯

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলতে চেয়েছিল শ্রীলংকা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:18 বুধবার, 12 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে শ্রীলংকাকে। পয়েন্ট পেলেও লঙ্কানদের লক্ষ্য ছিল মাশরাফিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলার। দুই পয়েন্ট অর্জনের লক্ষ্যেই মাঠে নামতে চেয়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবারের দেখায় তিনবারই জিতেছিল শ্রীলংকা। কিন্তু সাম্প্রতিক সময়ের পারফর্মন্সে অনেকেই এই ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রেখেছিল। 

মাঠের লড়াই দিয়েই তাই নিজেদের প্রমাণ করতে চেয়েছিল লঙ্কানরা। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচ পন্ড হওয়ার কারণে হতাশ হতে হয়েছে দুই দলকেই। 

'মাঝে মাঝে মনে হতে পারে পয়েন্ট ভাগাভাগি করাই উত্তম। কিন্তু আমরা এভাবে এমনি এমনি পয়েন্ট চাই নি। 

'আমরা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলতে চেয়েছিলাম, লক্ষ্য ছিল ম্যাচ জিতেই দুই পয়েন্ট অর্জন করার কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয় নি।'

এই নিয়ে টানা দুই ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হল শ্রীলংকার। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকা দলটি ১৫ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে।