বিশ্বকাপ

অজিদের 'গতির ফর্মুলায়' স্বস্তি ইংল্যান্ডের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:13 বুধবার, 12 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

গত বিশ্বকাপে অজিদের বোলিং লাইনআপে ছিল পেস তারকার ছড়াছড়ি। যে কোনো দলই নিজেদের দলে চাইতো মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মতো পেসারদের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডে আছেন জফরা আর্চার, মার্ক উডের মতো গতিতারকারা। আর তাই অজিদের মতো বোলিং আক্রমণ পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড।

দলের পেস বোলার মার্ক উড গণমাধ্যমকে জানিয়েছেন এমনটাই। এবারের বিশ্বকাপে অজিদের হয়ে নেই হ্যাজেলউড এবং খেলা থেকে অবসর নেওয়া জনসন। অপরদিকে আর্চার, উডের পাশাপাশি লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকস এবং ক্রিস ওকসদের নিয়ে অসাধারণ এক বোলিং লাইনআপ ইংলিশদের।

'যখন সত্যিকারের পেস আক্রমণ হয়ে থাকে তখন তা ম্যাচের মোমেন্টামই বদলে দেয়। সবাই আগে এমন পেস আক্রমণ চাইতো যখন অস্ট্রেলিয়াতে মিচেল জনসন, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সরা একসাথে বোলিং করতো।

'এটা সত্যিই উপভোগ করার বিষয় যে আমাদের দলকেও এখন সবাই পেস আক্রমণের জন্য ভয় পায়। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কোনো বিরতি পায় না যখন দুই দিক থেকেই পেস আক্রমণ আসে।'; গণমাধ্যমে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন উড। 

বিশেষ করে উড এবং আর্চার দুজনেই বল করছেন প্রতিযোগিতার মাধ্যমে। কে কার থেকে জোরে বল করতে পারেন, এনিয়ে চলছে সুস্থ প্রতিযোগিতা। উড আরও জানান,

'আমাদের পেস আক্রমণে কোনো বিরতি থাকে না। এটা দারুণ যে আমরা এমন ভীতি সৃষ্টি করতে পারি। আমি জফরা থেকে ০.১ মাইল পার ঘণ্টা জোরে বল করতে চাই, আবার জফরাও আমার থেকে ০.১ মাইল পার ঘণ্টা জোরে বল করতে চায়। 

'যখন বিশেষজ্ঞের কাছে জানতে চাওয়া হয় যে কে জোরে বল করেছে, তখন সে বলে জফরা জোরে বল করেছে অথবা আজকে তুমি (উড) জোরে বল করেছো।'