বিশ্বকাপ ২০১৯

'দল ভালো করলে কোচ ভালো'

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 12:01 সোমবার, 27 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ দলের সমর্থকরা জাতীয় দলের কোচকে বিচার করে দলের পারফর্মেন্সের ওপর। পারফর্মেন্স ভালো হলে কোচ ভালো, খারাপ হলে কোচও খারাপ।

ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে আবেগপ্রবণ জাতি। যে কোনো ক্রিকেটীয় ইস্যুতে সমর্থকরা আবেগঘন মানসিকতা লালন করে থাকে। কোচের ক্ষেত্রেও তাই।

জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস ভালো কোচ নাকি খারাপ কোচ, সেটার বিচারও একই মানদণ্ডে করবে ক্রিকেট পাগল বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশি সমর্থকদের এহেন মানসিকতার উদাহরণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সময়ে।

রাজ্জাকের ভাষায়, ‘বাংলাদেশি সমর্থকরা আবেগপ্রবণ। ওরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মত নয়। দলের ভাগ্যের জন্য কোচের দিকে তাকিয়ে থাকে তাঁরা।

‘দলে যদি ভালো করে, তাহলে সবাই কোচকে পছন্দ করে, ভালোবাসে। যদি দল খারাপ করে, তাহলে কোচ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে যায়।‘

তবে রাজ্জাকের ভাষায়, ইংল্যান্ড বিশ্বকাপে স্টিভ রোডসকে কোচ হিসেবে পাওয়া বাংলাদেশের জন্য খুশির খবর। ‘ও কোচ হওয়ায় আমাদের সাহায্য হবে। রোডস জানে কোন মাঠ কেমন, কিভাবে কন্ডিশন সামলাতে হয়। সে ভালো মানুষও। খুবই চতুর। সে যা চায় দল থেকে, সেটা পরিস্কার ভাষায় সবাইকে জানিয়ে দেয়।‘