বিশ্বকাপ ২০১৯

বোলারদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন গেইল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:10 বৃহস্পতিবার, 23 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল বিশ্বাস করেন বিশ্বের প্রত্যেকটি বোলার তাঁর ভয়ে ভীত থাকলেও ক্যামেরার সামনে তা প্রকাশ করতে চান না কেউই। স্বঘোষিত 'ইউনিভার্স বস' আরও জানিয়েছেন বোলারদের বিপক্ষে লড়াই করার জন্য সর্বদা মুখিয়েই থাকেন তিনি।

আসন্ন বিশ্বকাপে উইন্ডিজের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রায় চল্লিশ ছুঁই ছুঁই গেইল। বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামার আগেই অবশ্য নিজের আগমনী বার্তা জানান দিয়ে রেখেছেন তিনি। বোলারদের প্রতি অনেকটা রসিকতার ছলেই গেইল বলেছেন,

'উত্তরটা কি আপনার জানা নেই? (বোলাররা ভীত থাকে কিনা)। জিজ্ঞেস করেই দেখুন, ক্যামেরার সামনেই জিজ্ঞেস করুন। ক্যামেরায় তাঁরা (বোলাররা) বলবে একদমই ভয় পায় না। আর আড়ালে জিজ্ঞেস করে দেখুন তখন বলবে ঐ লোকটাই সবচেয়ে বিপজ্জনক। ব্যাপারটি আমি অবশ্য উপভোগই করি। বিশেষ করে পেসারদের বিপক্ষে লড়াইটি আমি সবসময় উপভোগ করি। এটি ভালো যে ব্যাটসম্যান হিসেবে এটা আমাকে বাড়তি তাগিদ দেয়।' 

ব্যাট হাতে বর্তমানে সুনীল আমব্রিস, শাই হোপদের মতো ক্রিকেটাররা ভালো পারফর্ম করছেন বিধায় ওপেনার হিসেবে কিছুটা চাপ কি অনুভব করছেন গেইল? এই প্রশ্নের জবাবও অবশ্য তিনি দিয়েছেন ইউনিভার্স বসের মতোই। নিজেকে বিশ্বের সবচাইতে বিপজ্জনক ব্যাটসম্যান আখ্যা দিয়ে গেইল বলেছেন, 

'তরুণদের কথা আমার মাথাতেও আছে। তাঁদের কাজটি আগের মতো কঠিন হবে না কারণ আগে আমি আরও অনেক দ্রুত রান করতাম। তবে তাঁদের ভেতরে একটা ভয় থাকবে। কারণ তাঁরা জানে ইউনিভার্স বস কি করতে পারে। আমি নিশ্চিত তাঁদেরও মাথার ভেতরে এটি কাজ করে যে 'এই লোকটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান।''