বিশ্বকাপ ২০১৯

ঝুঁকি মুক্ত খাওয়াজা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:48 বৃহস্পতিবার, 23 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোয়ালে আঘাত প্রাপ্ত অজি ওপেনার উসমান খাওয়াজা ঝুঁকি মুক্ত আছেন। স্ক্যান রিপোর্ট অনুযায়ী বড় ধরণের ইনজুরির সম্মুখীন হতে হচ্ছে না তাঁকে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। 

উইন্ডিজের বিপক্ষে বুধবার সাউদাম্পটনের নার্সারি গ্রাউন্ডে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার সময় ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের করা বাউন্সারে চোয়ালে আঘাত পান খাওয়াজা। তবে হেলমেট থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি। আঘাতটি লাগার পর তৎক্ষণাৎ খাওয়াজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চোয়ালের স্ক্যান করানো হয়। 

পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি তিনি। খাওয়াজার সতীর্থ শন মার্শ এই ঘটনাকে বেশ ভীতিকর হিসেবে আখ্যা দিয়েছেন। তবে অজি ওপেনার বর্তমানে সুস্থ থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন মার্শ। তিনি বলেছেন,  

'এটি অনেক বেশি ভয়াবহ ছিল। এটি তাঁর (খাওয়াজা) গালের পাশে আঘাত করেছিল......তবে আসল কথা হলো সে এখন সুস্থ আছে এবং দ্রুতই ফিরে আসতে পারবে। সে কিছুটা ধাক্কা খেয়েছে। যখন আপনি মাথায় আঘাত পাবেন তখন স্বাভাবিকভাবেই ধাক্কা খাবেন। তবে সে যথেষ্ট শক্ত সমর্থ একজন ক্রিকেটার এবং সে দ্রুতই মাঠে নামতে প্রস্তুত হবে।'

উল্লেখ্য উইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তারা। সেই ম্যাচে মাঠে নামার প্রত্যাশা করছেন ওপেনার খাওয়াজা।