সিপিএল

সিপিএলে কে কোন দলে

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 03:17 বৃহস্পতিবার, 23 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

৫৩৬ জন ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হল ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) সপ্তম আসরের ড্রাফট। এই ড্রাফটে তোলা হয়েছে১৮ জন বাংলাদেশী ক্রিকেটারকে। 

দল পেয়েছেন তরুন অলরাউন্ডার আফিফ হোসেন। সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়সের হয়ে খেলবেন তিনি। এবারই প্রথম দেশের বাইরে কোন ফ্র্যাঞ্চাইজি আসরে খেলবেন তিনি।

ড্রাফটে বাংলাদেশীদের মধ্যে আরও ১৭ জন ক্রিকেটারকে নেওয়া হলেও দল পাননি এদের কেউ। 

এছাড়া জ্যামাইকা তালাওয়াসে একইসাথে খেলবেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল, এদিকে আনন্দবর্ধক ড্রাগস নিয়ে বিশ্বকাপে জায়গা না পেলেও সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন অ্যালেক্স হেইলস।

সিপিএলে কে কোন দলে-

বার্বাডোজ ট্রাইডেন্টসঃ- ইমাদ ওয়াসিম, অ্যাশলে নার্স, শেই হোপ, জনসন চালর্স, সন্দীপ লামিচানে, জনাথন কার্টার, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, জেসন হোল্ডার, অ্যালেক্স হেইলস, চিমার হোল্ডার, লেনিকো বাউচার, রোশন প্রিমাস, রেমন রেইফার, জাস্টিন গ্রিভস, জসুয়া বিশপ, হেইডেন ওয়ালশ।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সঃ- ব্রেন্ডন কিং, শারফানে রাদারফোর্ড, কিমো পল, ক্রিস গ্রিন, বেন লাফলিন, রোমারিও শিফার্ড, শিমরণ হেটমিয়ার, শোয়েব মালিক, নিকোলাস পুরান, শাদাব খান, ওডিন স্মিথ, কিগান সিমন্স,  চন্দরপল হেমরাজ, ভিরাসামি পালমাল, অ্যান্থনি ব্রামবেল, ক্লিনটন প্যাস্তানো, নেত্রভলকার সৌরভ।

জ্যামাইকা তালাওয়াসঃ- আমাদ বাট, জর্জ ওয়াকার, গ্লেন ফিলিপস, ওশানে থমাস, জহির খান, ক্রিস্টোফার লামন্ত, রভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শামার স্প্রিঙ্গার, রামাল লুইস, স্টিভেন জ্যাকব, ডারভাল গ্রিন, জাভিলি গ্লেন, ইমরান খান, জ্যাভিয়ের মার্শাল।

সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়সঃ- আফিফ হোসেন, রায়াদ এমরিট, ডেভন থমাস, শেলডন কটরেল, লরি ইভান্স, র‍্যাসি ভান ডার ডাসেন, শামারহ ব্রুকস, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, ইসুরু উদানা, জেরিমিয়া লুইস, ডমিনিক ড্রাকেস, কিরন কটয়, আকিম জর্দান, উসামা মির, অ্যারন জোন্স।

সেন্ট লুসিয়া স্টার্সঃ- ওবেড ম্যাকয়, নিরোশান ডিকওয়েলা, জন ক্যাম্পবেল, কেসরিক উইলিয়ামস, আন্দ্রে ফ্লেচার, রাখিম কর্নওয়াল, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, ফাওয়াদ আহমেদ, লাসিথ মালিঙ্গা, রোনাল্ড ক্যাটো, জিভর রয়্যাল, আন্দ্রে ম্যাকার্থী, বেউরান হ্যান্ডরিকস, ক্রিস্টোফার বার্নওয়েল, নিতিশ কুমার।

ত্রিনবাগো নাইট রাইডার্সঃ- জেমস নিশাম, খারি প্রিরি, মোহাম্মদ হাসনাইন, ড্যারেন ব্রাভো, দীনেশ রামদিন, সেকুগে প্রসন্ন, কলিন মুনরো, সুনিল নারিন, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, আমির জাঙ্গু, অ্যান্ডারসন ফিলিপ, মার্ক দেয়াল, টিয়ন ওয়েবস্টার, জ্যাভন সিয়ারলেস, আকিল হোসেইন, আলি খান।

ড্রাফটে বাংলাদেশী যাদের নাম ছিলঃ- তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন দাস, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, জুবায়ের হোসেন লিখন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, আবুল হাসান রাজু, মাহমুদুল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিন।

উল্লেখ্য চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিপিএলের সপ্তম আসর, শেষ হবে ১২ অক্টোবর।