বিবিএল

প্রধান কোচের ভূমিকায় ডেভিড হাসি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 13:59 বুধবার, 22 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সাবেক অজি ব্যাটসম্যান ডেভিড হাসি প্রধান কোচের ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিগব্যাশ লিগে (বিবিএল) । আসন্ন মৌসুমে তাকে মেলবোর্ন স্টার্সের কোচের ভূমিকায় দেখা যেতে পারে।

তিনি সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন। খেলোয়াড় হিসেবে অবসরের পর থেকেই বিভিন্ন দলে সহকারী কোচের ভূমিকায় কাজ করা অভিজ্ঞতা রয়েছে হাসির।

তাই, প্রধান কোচ হিসেবে স্টার্সের প্রধান পছন্দ এই সাবেক অজি ব্যাটসম্যানই। বিবিএলের গত আসরের ফাইনালিস্ট স্টার্স। ফাইনালে তাঁরা মেলবোর্ন রেনেগেডসের কাছে মাত্র ১৩ রানে হেরেছিল। এবার নতুন কোচের অধীনে নতুন করে শুরু চায় দলটি।

খেলোয়াড়ি জীবনে স্টার্সের হয়ে বেশ অনেকদিন খেলেছেন হাসি। ফলে দলের কোচ ফ্লেমিং এবং স্টার্সের প্রধান নির্বাহী ক্লিন্ট কুপারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে তাঁর।

এদিকে, আইপিএলের আসরে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের ভূমিকায় আছেন ফ্লেমিং। তবে, আসন্ন মৌসুমে কোচের ভূমিকায় থাকছেন না স্টার্সে। গত ৪ মৌসুমের মধ্যে দুই আসরে ফাইনাল খেলেছে তাঁর দল।

এবার দলটির কোচের ভূমিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে দলটির উপদেষ্টার ভূমিকায় থাকবেন তিনি। ফ্লেমিং মনে করেন গত আসরে তাঁর দল ভালো করলেও প্রত্যাশা অনুযায়ী ফল পাননি তিনি।

'দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। এই মৌসুমে আমরা ভালো করেছি কিন্তু সেই অনুযায়ী ফল পাইনি। আমার পুরো বিশ্বাস রয়েছে যে যে খেলোয়াড়দের আমরা একতাবদ্ধ করেছি, যা তাদের আগামী মৌসুমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।'