বিশ্বকাপ

সাকিব প্রথম, মাশরাফি তৃতীয়

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 09:57 মঙ্গলবার, 21 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মোট তিনটি বিশ্বকাপ খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তিন আসরে মোট ২১টি ম্যাচ খেলে বল হাতে ২৩ উইকেট শিকার করেছেন তিনি। 

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার শীর্ষে থাকা সাকিবের বোলিং ইকোনমি রেট ৪.৯৯ এবং গড় ৩৫.৭৮। সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন আরেক স্পিনার আব্দুর রাজ্জাক। 
 
মোট দুটি বিশ্বকাপ খেলা রাজ্জাক ১৫ ম্যাচে শিকার করেছেন ২০টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৪.৬৩ এবং বোলিং গড় ২৮.২০। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আছেন তৃতীয় স্থানে। 

২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৬টি বিশ্বকাপ ম্যাচে ৪.৯৪ ইকোনমিতে ১৮ উইকেট নিয়েছেন মাশরাফি। ৩৬.০৫ গড়ে বোলিং করেছেন তিনি। চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখলে রেখেছেন পেসার রুবেল হোসেন ও সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। 

দুটি বিশ্বকাপ আসরে খেলা রুবেল ১২টি ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন। ৫.৭০ ইকোনমি রেট এবং ৩৯.৫৩ গড়ে বোলিং করেছেন তিনি বিশ্বকাপের মঞ্চে। 

আর সুজন ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৯টি ওয়ানডেতে ১২ উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর ইকোনমি রেট ৪.৩২ এবং গড় ২৪.৮৩।