আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজ

আইরিশ পেসের সামনে অসহায় আফগানরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:20 রবিবার, 19 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বেলফাস্টে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। দুর্দান্ত পেস বোলিং নৈপুণ্যে পাওয়া এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।

২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানরা। ৪০ রানের মধ্যেই চার উইকেট হারায় দলটি। এরপর মোহাম্মদ নবী ও আসগর আফগান সাময়িক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি।

৫৪ রানের জুটি গড়েছিলেন দুজন। আসগর ফিরেন ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে। নবীর ব্যাটে আসে ২৭ রান। এছাড়া বলার মতো রান করেননি কেউই।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৩৫.৪ ওভারে ১৩৮ রানে অল আউট হয় আফগানরা। আইরিশদের হয়ে মার্ক অ্যাডায়ার নেন চারটি উইকেট। তিনটি উইকেট নিয়েছেন বয়েড র‍্যাঙ্কিন। টিম মুরতাঘ নিয়েছেন দুইটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২১০ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭১ রান আসে ওপেনার পল স্টার্লিংয়ের ব্যাটে।

এছাড়া অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড ৫৩ এবং কেভিন ও'ব্রায়েন ৩২ রান করেন। আফগানদের হয়ে দাওলাত জাদরান ও আফতাব আলম তিনটি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ-

আয়ারল্যান্ডঃ- ২১০/১০ (৪৮.৫ ওভার)
(স্টার্লিং ৭১, পোটারফিল্ড ৫৩; আফতাব ৩/২৮)
আফগানিস্তানঃ- ১৩৮/১০ (৩৫.৪ ওভার)
(আসগর ২৯, নবী ২৭; অ্যাডায়ার ৪/১৯)