ভারতীয় ক্রিকেট

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে অবসরে যুবরাজ?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:53 রবিবার, 19 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিপিএল, সিপিএল বা গ্লোবাল টি-টুয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলতে প্রথম শ্রেণী এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তা করছেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং, ভারতীয় গণমাধ্যমে শোনা যাচ্ছে এমনই এক গুঞ্জন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সুত্র সংবাদ মাধ্যম পিটিআইকে এমন এক তথ্য দিয়েছে। পিটিআইয়ের ভাষ্য অনুযায়ী,

'যুবরাজ আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ম্যাচ থেকে অবসরের চিন্তাভাবনা করছেন। তিনি বিসিসিআইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চান। 

'গ্লোবাল টি-টুয়েন্টি (কানাডা), ইউরো টি-টুয়েন্টি স্ল্যামের মতো আসরে খেলার প্রস্তাব এসেছে তাঁর। এসব লিগে তিনি খেলতে পারবেন কিনা এটা নিয়েই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবেন তিনি।'

সম্প্রতি সিপিএলের ড্রাফটে নাম লিখিয়েছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। কিন্তু বিসিসিআই আপত্তি জানিয়েছে তাতে। অবসর নিলেও যুবরাজ ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও থাকছে সন্দেহ। 

ভারতীয় বোর্ড সাধারণত দেশের বাইরে খেলার ছাড়পত্র দেয়না ক্রিকেটারদের। অবসর নেওয়ার পরেও বিসিসিআইয়ের রেজিস্ট্রিভুক্ত থাকবেন যুবরাজ। সেক্ষেত্রে ইরফানের মতো সমস্যায় জড়াতে পারেন তিনিও। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা জানান, 

'ইরফানকে ড্রাফট থেকে নাম প্রত্যাহার করতে বলা হয়েছে। যুবরাজের ব্যাপারে নিয়মগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। কেননা প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে তিনি যদি অবসরেও যান, তবুও বিসিসিআইয়ের অধীনে টি-টুয়েন্টি ক্রিকেটে রেজিস্টার ভুক্ত ক্রিকেটার থাকবেন তিনি।' 

উল্লেখ্য, ২০১৭ সালেই জাতীয় দলে জায়গা হারিয়েছেন যুবরাজ। আইপিএলের এবারের আসরে শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার, কিন্তু খেলতে পেরেছেন মাত্র চারটি ম্যাচে।