অনূর্ধ্ব-১৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:25 বুধবার, 15 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আগের দুই ম্যাচে জিতে সিরিজ জেতা হয়ে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের। তৃতীয় এবং শেষ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে হারানোর দিকেই ছিল পুরো নজর। কিন্তু চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে ২৯ রানে হেরেছে বাংলাদেশ।

২৮০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার মফিজুল ইসলাম রবিন শূন্য রানে আসির মুঘলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট সাজঘরে ফিরে গেছেন।

এরপর ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। এমন বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন ওপেনার সাকিব এবং চারে নামা ব্যাটসম্যান রিহাদ খান। 

দুইজনে মিলে ৮৫ রানের জুটি গড়েন। ৬০ রান করে ফিরে যান সাকিব। ৪৩ রান করা রিহাদ ফিরে যান এর একটু পরেই। তারপর আইচ মোল্লাহ (২৫), খালিদ হাসান (২৬) ও মাহফুজুর রহমান রাব্বির (৪৬) ব্যাটে লড়াই চালিয়ে গেলেও জিততে পারেনি বাংলাদেশ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে ২৫০ রানে থেমেছে দলটি। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আসির মুঘল ও ফরহাদ খান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে হাসিবুল্লার দুর্দান্ত শতকে বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ব্যাট হাতে ১২৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন হাসিবুল্লাহ। 

এছাড়া ওপেনার সামির সাকিব খেলেছেন ৬৪ রানের ইনিংস। তাঁদের রানে বাংলাদেশের সামনে ২৮০ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন শামসুল ইসলাম ইপন। তিনি একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের। তিনটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান অনূর্ধ্ব ১৬- ২৭৯/৮ (৫০ ওভার)
(হাসিবুল্লাহ ১২৯, সাকিব ৬৪; ইপন ৫/৪৫, রাব্বি ৩/৪৯)

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬- ২৫০/১০ (৪৭.৫ ওভার)
(সাকিব ৬০, রাব্বি ৪৬; মুঘল ৩/৩৭)