অনূর্ধ্ব-১৬

উইকেটের খোঁজে মরিয়া বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:04 বুধবার, 15 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ঃ ১৮৪/১, ৩৭.১ ওভার

হাসিবুল্লাহ ৮২*, শেহজাদ ১৯*; ইপন ১/২৫

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। হোয়াটওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শতকের দিকে এগোচ্ছেন হাসিবুল্লাহঃ ৮২ রানে অপরাজিত আছেন পাকিস্তানের ওপেনার হাসিবুল্লাহ। ইনিংস বড় করেছেন তিনি। এগিয়ে যাচ্ছেন ব্যক্তিগত শতকের দিকে। তিনে নামা শেহজাদও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন।

তাঁদের দুইজনের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে পাকিস্তান। কিন্তু তা অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। ২৯তম ওভারের পর এখনও কোন উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ দলের বোলাররা।

পাকিস্তানের উড়ন্ত সূচনাঃ আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুর্দান্ত এক সূচনা এনে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার সামির সাকিব এবং হাসিবুল্লাহ। দুইজনে মিলে দলকে দিয়েছেন ১৪৩ রানের উদ্বোধনী জুটি।

দুইজনেই তুলে নিয়েছে ব্যক্তিগত অর্ধশতক। ইনিংসের ২৯তম ওভার এসে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ দল। ৬৯ রান করা সাকিবকে ফিরিয়েছেন শামসুল ইসলাম ইপন।

;ব্যাট হাতে এখনও উইকেটে রয়েছেন আরেক ওপেনার হাসিবুল্লাহ। তিনি ব্যাটিং করছেন ৬৯ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন মোহাম্মদ শেহজাদ।