কাউন্টি ক্রিকেট

টি-টুয়েন্টি ব্লাস্টে নাম লেখালেন তাহির

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:12 মঙ্গলবার, 14 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

টি-টুয়েন্টি ব্লাস্টে নাম লিখিয়েছেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। আসন্ন মৌসুমে তিনি সারের হয়ে মাঠ মাতাবেন। দলটিতে দ্বিতীয় বিদেশী ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

এর আগে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে ভিড়িয়েছে সারে। আসন্ন বিশ্বকাপ শেষে সারের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তারকা প্রোটিয়া স্পিনার তাহিরের।

আগামী ১৯ জুলাই এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি মিশন শুরু করবেন তাহির। নতুন দলে নাম লিখিয়ে দারুণ আনন্দিত তিনি। এই লেগি জানিয়েছেন সবসময় এমন নতুন চ্যালেঞ্জের খোঁজে থাকেন তিনি।

'আমি সবসময় এমন নতুন এবং উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জের অপেক্ষায় থাকি। আমি এটাকে কাউন্টি ক্রিকেটের সবচেয়ে প্রতিভাধর খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ হিসেবে দেখছি।'

নতুন দলকে প্রশংসায় ভাসিয়েছেন তাহির। আরেকটি শিরোপা জয়ের জন্য দলটির হয়ে অবদান রাখতে মুখিয়ে আছেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা বলেছেন,

'সারে একটি অনেক বড় ক্লাব এবং এই গ্রীষ্মে কিয়া ওভালে তাদের আরেকটি ট্রফি জিততে সহায়তা কারতে পারলে দারুণ হবে।'

সদ্যই এই প্রোটিয়া তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন। সারা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টিয়েন্টি টুর্নামেন্ট খেলা এই স্পিনারকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে সারে।