অ্যাশেজ

অ্যাশেজের স্বপ্নে বড় ধাক্কা খেলেন উরেল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:29 মঙ্গলবার, 14 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী অ্যাশেজ টেস্ট সিরিজে খেলার স্বপ্ন দেখছিলেন অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার ড্যানিয়েল উরেল। কিন্তু বড় ধাক্কা খেয়েছেন তিনি, পিঠের ইনজুরির কারণে গ্লোচেস্টারশায়ারের বাকি মৌসুমেও আর খেলতে পারবেন না তিনি। 

গত ২১শে এপ্রিল লর্ডসের মাঠে রয়্যাল লন্ডন কাপের ম্যাচে গ্লোচেস্টারশায়ারের হয়ে খেলতে নেমে পিঠের চোটে পড়েন উরেল। এরপরেই দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে। এক বিবৃতিতে গ্লোচেস্টারশায়ার কর্তৃপক্ষ উরেলের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছে।

'পিঠের ইনজুরির পর গ্লোচেস্টারশায়ারের মেডিক্যাল দল ড্যানের অবস্থা যাচাই করেছে এবং তারা জানিয়েছে ড্যানকে বেশ কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে পুরোদমে বোলিংয়ে ফেরার আগে।'

গ্লোচেস্টারশায়ার আরো জানিয়েছে এই ইনজুরির কারণে ইংলিশ কাউন্টির বাকি মৌসুমেও আর খেলা হচ্ছে না এই অজি পেসারের। ফলে অন্য বিদেশী বোলারের খোঁজ করছে দলটি। এই প্রসঙ্গে দক্ষিণ অস্ট্রেলিয়ার স্পোর্টস সাইন্স এবং স্পোর্টস মেডিসিন ম্যানেজার জন পোর্টার বলেছেন, 

'ড্যানিয়েলের এই ইনজুরিটি আগে থেকেই ছিল এবং তাঁকে ১২ সপ্তাহর জন্য বোলিং থেকে বিরত থাকতে হবে। আমরা আশা করছি অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে দ্রুতই সে ফিরে আসতে পারবে।'  

ইনজুরি আক্রান্ত উরেল গত কাউন্টি মৌসুমেও পায়ের চোটে পড়েছিলেন। পায়ের চিড়ের কারণে সেবার দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলা হয়নি তাঁর। তবে এরপর মাঠে ফিরে শেফিল্ড শিল্ডের দুইটি ম্যাচ মিলিয়ে ১৭ উইকেট শিকার করেছিলেন এই অজি। 

দারুণ এই পারফর্মেন্সের পর অ্যাশেজের আগামী আসরে খেলার স্বপ্ন দেখেছিলেন উরেল। কিন্তু বিগ ব্যাশ লীগের শুরুতে আবারো ইনজুরির কবলে পড়তে হয় তাঁকে। পিঠের সেই ইনজুরি কাটিয়ে মেলবোর্ন স্টার্সের পক্ষে সেমিফাইনালে ফেরেন তিনি। হোবার্ট হারিকেনসের বিপক্ষে সেই ম্যাচে ২৩ রান খরচায় ৪ উইকেট নেন উরেল।