অনূর্ধ্ব-১৬

সত্তরের ঘরেই তিন উইকেট নেই বাংলাদেশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:09 সোমবার, 13 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ৯০/৩, ২৬.২ ওভারে

রবিন ৪২*, আইচ ৫*; আসের ১/১৪

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। টসে জিতে ব্যাটিং করছে স্বাগতিকরা।

তিন উইকেটের পতনঃ শুরুর ধকল থেকে বেরিয়ে আসার আগেই আরও দুই উইকেট হারাল বাংলাদেশ দল। দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়া রবিনের সঙ্গী সাকিব ফিরে যান ২৪ রান করে।

এরপর চার নামা ব্যাটসম্যান খালিদ খানও ছিলে আসা-যাওয়ার মাঝে। মাত্র চার রান তুলতেই সাজঘরের পথ ধরেন তিনি। তবে ব্যাট হাতে বাংলাদেশের হাল ধরেছেন রবিন। তিনি ব্যাটিং করছেন ৪২ রানে। তাঁর সাথে উইকেটে আছেন আইচ মোল্লা।

উইকেট হারাল বাংলাদেশঃ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ দল শুরুতেই বিপদে পড়েছে। দলীয় ১১ রানেই ওপেনার সাজ্জাদ হোসেন মিরাজকে হারিয়েছে তারা। ১২ বলে ৭ রান করা মিরাজকে সাজঘরের পথ দেখিয়েছেন আসের মুঘল।

উইকেটে রয়েছেন নতুন দুই ব্যাটসম্যান মফিজুল ইসলাম রবিন। তিনি ব্যাটিং করছেন ১৮ রানে। তাঁর সাথে ১৭ রান নিয়ে ব্যাটিং করছেন সাকিব শাহরিয়ার।