অনূর্ধ্ব-১৯

'ক্ষুদে টাইগারদের দিলশান-জন্টি ভাবলে চলবে না'

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:58 সোমবার, 13 মে, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডস কিংবা তিলকারত্নে দিলশানের ফিল্ডিং দক্ষতার সাথে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের কোনভাবেই তুলনা করতে চান না ক্ষুদে টাইগারদের নবনিযুক্ত ফিল্ডিং পরামর্শক ট্রেভর পেনি।  তাঁর মতে, ভালো ফিল্ডিং করা কিংবা ফিল্ডিংয়ে দক্ষতা দিলশান কিংবা জন্টির সহজাত বৈশিষ্ট্য ছিল। জন্টি কিংবা দিলশানরা অন্যান্যদের থেকে ব্যতিক্রমী হওয়ায় তাঁদের সাথে টাইগার যুবাদের তুলনা করার পক্ষপাতী নন তিনি।

যুবাদের নিয়ে ধীরে ধীরে এগুতে চান পেনি। ফিল্ডিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে কাজ শুরু করে এরপর নিজের কাজে বেগ বাড়ানোর পরিকল্পনা করছেন এই ইংলিশম্যান। ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে এই ইংলিশম্যান বলেছেন,
   
'আমি ওদের (অনূর্ধ্ব ১৯) ধীরে ধীরে অনুশীলন করাচ্ছি। আপনাকে কিছু বিষয় পরিবর্তন করতে হলে স্কুল কিংবা কিন্ডারগার্ডেনে ফিরে যেতে হবে। যখন তারা সেটি ধরতে পারবে আমি আবারো দ্রুত কাজ শুরু করবো। এটি এমন না যে মারলাম এবং ধরলাম। কারণ আপনি শুধুমাত্র এটি করতে পারবেন দিলশান কিংবা জন্টি রোডসের ক্ষেত্রে। তাঁদের মধ্যে আগে থেকেই এটি ছিল, তবে সাধারণ ক্রিকেটার এবং ফিল্ডারদের জন্য আপনাকে কৌশলে পরিবর্তন আনতেই হবে।'

দায়িত্ব পাওয়ার পর ফিল্ডিং অনুশীলনের ভুলগুলোও স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন পেনি। তাঁর মতে, টাইগার যুবাদের ফিল্ডিং অনুশীলনের ক্ষেত্রে কৌশলগত ব্যাপারগুলো ভুলে যাওয়া হচ্ছে প্রতিনিয়তই। যার কারণে সমস্যা এবং ঘাটতি থেকেই যাচ্ছে ফিল্ডিংয়ে। বর্তমানে এসব কিছু নিয়েই কাজ করছেন ইংলিশ এই কোচ। তাঁর ভাষ্যমতে,  

'আমি মনে করি এখানে কৌশলগত ব্যাপারগুলি ভুলে যাওয়া হচ্ছে ব্যাপকভাবে। কিছু কোচ শুধু ক্যাচ ধরা অনুশীলন করাচ্ছেন কিংবা শুধু বাজে থ্রো না করার দিকে জোর দিচ্ছেন। কিন্তু তারা কখনো কারণ খোঁজে না। কখনো কখনো এখানে কিছু কারণ থাকে যার জন্য তারা এটি করে (ভুল করা) এবং বেশ কয়েক বছর ধরে আমিও সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।' 

অবশ্য অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সাথে কাজ করে দারুণ সন্তুষ্ট হয়েছেন পেনি এরই মধ্যে। আকবর, প্রান্তিকদের শতভাগ ঢেলে দেয়ার প্রবণতা দারুণভাবে অনুপ্রাণিত করেছে তাঁকে। পাশাপাশি উত্তরোত্তর উন্নতির মানসিকতা তো আছেই। দলটিকে নিয়ে তাই পেনি বলেছেন, 

'তারা দারুণভাবে এগিয়ে যাচ্ছে, আমরা দুটি ভাল সেশন কাটিয়েছি। যে পরিবেশ আমরা পেয়েছি, তারা যেভাবে কাজ করছে, শতভাগ ঢেলে দিচ্ছে এবং প্রতি মুহূর্তে উন্নতি করতে চাইছে এগুলো আসলে অসাধারণ ব্যাপার। আমি বাংলাদেশে অনেক দিন থেকে আছি এবং দেখেছি এখানে ক্রিকেটের প্রতি কতটা উদ্দীপনা কাজ করে।'