আইপিএল

ওয়াইড না দেওয়ায় পোলার্ডের ব্যতিক্রমী প্রতিবাদ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:39 রবিবার, 12 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

খেলার মাঠে প্রায়শই ভুল করেন আম্পায়াররা। আইপিএলের ফাইনালেও হয়েছে তেমন এক ভুল। শেষ ওভারে একটি নিশ্চিত ওয়াইড দেননি আম্পায়াররা। এরপরেই অভিনব এক প্রতিবাদ করেন ব্যাটিংয়ে থাকা কাইরন পোলার্ড।

চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের চলমান ফাইনালে ডোয়াইন ব্রাভোর করা শেষ ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলটি ওয়াইড লাইনেরও কিছুটা বাইরে দিয়ে যায়।

নিশ্চিতভাবেই সেটি ওয়াইড। কিন্তু ভারতীয় আম্পায়ার নিতিন মেনন সেই বলটি ওয়াইড দেননি। শেষ ওভারের গুরুত্বপূর্ণ সময়ে এমন ওয়াইড না পাওয়ার পর প্রথমে ব্যাটটি আকাশে ছুঁড়ে মারেন পোলার্ড।

এরপরে তাচ্ছিল্যের সঙ্গে তা লুফে নেন। লুফে নেওয়ার পর যে প্রান্ত দিয়ে ওয়াইড হয়েছিল ঠিক সেই প্রান্তে গিয়ে (উইকেটের প্রায় বাইরে) ব্যাট ধরেন তিনি। চেন্নাইয়ের পেসার ব্রাভো তখন দৌড়ে এগিয়ে এসেও বল করেননি।

ব্রাভো দৌড়ে আসতে আসতে উইকেটের একদম বাইরে চলে যান পোলার্ড। গুরুত্বপূর্ণ সময় ইচ্ছাকৃতভাবে নষ্ট করে তাঁর এমন প্রতিবাদ নজরে আসে আম্পায়ারদের। তারপর আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায় পোলার্ডকে।

আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওয়াইড না দেওয়ায় অনেকভাবে ক্ষেপে যেতে দেখা গিয়েছে ব্যাটসম্যানদের। পোলার্ডও ক্ষেপে গিয়েছেন, তবে প্রতিবাদ করেছেন একটু ব্যতিক্রমভাবে!

এদিকে ম্যাচটিতে পোলার্ডের ২৫ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে মুম্বাই। জবাবে চেন্নাই এখন পর্যন্ত করেছে ১৩.৪ ওভারে চার উইকেটে ৮৫ রান।