আইপিএল

গ্লাভস হাতে শীর্ষে ধোনি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:10 রবিবার, 12 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলে সবচেয়ে বেশি ডিসমিসালের কীর্তি গড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবিবার আইপিএলের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এমন রেকর্ড গড়েছেন তিনি।  

ক্যাচ এবং স্ট্যাম্পিং মিলিয়ে চেন্নাই অধিনায়কের ডিসমিসাল সংখ্যা এখন ১৩২। গ্লাভস হাতে উইকেটের পেছন থেকে ক্যাচ ধরেছেন ৯৪ টি এবং স্ট্যাম্পিং করেছেন ৩৮ টি।

এতদিন তালিকায় শীর্ষে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। কার্তিকের মোট ডিসমিসাল ছিল ১৩১ টি। 

রবিবারের ফাইনালে মুম্বাইয়ের দুই ওপেনার কুইন্টন ডি কক এবং রোহিত শর্মার ক্যাচ ধরার মাধ্যমে জাতীয় দলের সতীর্থ কার্তিককে পেছনে ফেলেছেন ধোনি। 

এই তালিকার তিনে আছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক রবিন উথাপ্পা। তাঁর ডিসমিসাল ৯০ টি। গেল কয়েক আসরে কলকাতায় নিয়মিতই কিপিং করেন উথাপ্পা, নয়তো আরও এগিয়ে যেতে পারতেন কার্তিক।

এদিকে ফাইনাল ম্যাচে চতুর্থ শিরোপার খুব কাছাকাছি ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এরই মাঝে (১২.৩ ওভারে) তিন উইকেট হারিয়ে ৮১ রান করেছে চেন্নাই।