আইপিএল

ধোনি ক্রিকেটের একটি যুগঃ হেইডেন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:04 রবিবার, 12 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ আইপিএলের পর্দা নামছে। এরই মধ্যে চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক অজি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন।

চেন্নাই সুপার কিংসের এই সাবেক ওপেনার ধোনিকে শুধু একজন ক্রিকেটার হিসেবে নয় ক্রিকেটের একটু যুগের সাথে তুলনা করেছেন। সম্প্রতি স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন,

'আপনারা ধোনিকে জানেন, সে শুধু ক্রিকেটার নয়, সে ক্রিকেটের একটি যুগ। অনেক ভাবেই আমি মনে করি সে গলি ক্রিকেট দলের অধিনায়ক। সে আমাদেরই একজন, সে যেকোনো কিছু করতে পারে।'

ক্যাপ্টেন কুল ধোনি নিজেকে শান্ত রাখতে নিজেকে ব্যস্ত রাখেন বলে মনে করেন হেইডেন। অধিনায়কত্ব করা বা একটি দলকে নেতৃত্ব দেয়া অনেক বড় দায়িত্ব বলে মনে করেন তিনি।

‘যখন সে ম্যাচের আগে ওয়ার্ম আপ করে তখন খেয়াল করবেন সে কীভাবে লেগ স্পিনারদের বল করাচ্ছে, কীভাবে ক্যাচ ধরছে। সে খেলোয়াড় ও অন্যদের জিজ্ঞেস করে ওরা কেমন করছে। খুব আয়েশি ভঙ্গিতে থাকে। ওর এ আচরণ আমরা সবাই বুঝতে পারি। কারণ আমরা সবাই কাজের ফাঁকে বন্ধু ও পরিবার সামলানোর চেষ্টা করি। এটা খুব বড় একটা দায়িত্ব।'

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নতুন উপাধি পেয়েছেন ধোনি। চেন্নাইয়ের ভক্তরা থাকে 'থালা' বলে সম্বোধন করেন। যার অর্থ নেতা। হেইডেন বিশ্বাস করেন ধোনির নেতৃত্ব গুণের কারণেই তাকে 'থালা' ডাকা হয়।

'ওর মতো কেউ একজন যখন নেতৃত্বে থাকে তখন আপনিও শান্ত থাকবেন। অনেক স্বচ্ছন্দ বোধ করবেন এবং এ কারণেই তাকে থালা ধোনি ডাকা হয়। থালা, যার মানে চেন্নাইয়ের নেতা কিন্তু ওকে দেশের নেতাই মনে হয়।’