বিসিবির বিশেষ ক্যাম্প

বিজয়-মমিনুলদের নিয়ে বিসিবির বিশেষ ক্যাম্প

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:31 রবিবার, 12 মে, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

জাতীয় দলের বাইরে থাকা ২৪ জন ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা ক্রিকেটাররাই মূলত এই ক্যাম্পের দলে ডাক পেয়েছেন।

আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের ব্যাকআপ ক্রিকেটারদের তৈরি করা হবে এই ক্যাম্পের মাধ্যমে। এখানে ক্রিকেটারদের স্কিল ট্রেনিংয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। তাছাড়া তাদের পারফর্মেন্সে উন্নতি করাই মূল লক্ষ্য এই ক্যাম্পের।

১২মে থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে আগামী ৩০মে পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম কোচ মিজানুর রহমান বাবু এই ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন। ক্যাম্প প্রসঙ্গে তিনি সারা বাংলাকে জানিয়েছেন,

'২৪ জনকে নিয়ে একটি ক্যাম্প হচ্ছে। বিশ্বকাপে যদি কারো ইনজুরি হয়, তখন যাতে এখান থেকে একজন ব্যাকআপ হিসেবে যেতে পারে। ভবিষ্যতে ‘এ’ দল হতে পারে, সেখানে এখান থেকে খেলোয়াড় যেতে পারে। আসলে যারা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে, এই দলটি তাদের নিয়েই গড়া হয়েছে।'

মিজানুর রহমানের সঙ্গে খেলোয়াড়দের ক্যাম্পের তদারকি করবেন বিসিবির আরেক কোচ ওয়াহিদুল গনি। পেস বোলারদের বিশেষ সহায়তা করার জন্য থাকবেন তালহা জুবায়ের।

তাছাড়া, বিসিবির হাই পারফর্মেন্স দলের কোচ চম্পাকা রামানায়েকে ক্রিকেটারদের বিশেষ ভাবে পর্যবেক্ষণ করবেন। বিসিবির কোচ মিজানুর রহমানের বিশ্বাস এই ক্যাম্প ক্রিকেটারদের অনেক কাজে লাগবে।

'এটা বোর্ডের একটা ভালো উদ্যোগ। কারণ এ ধরনের উদ্যোগ আগে নেয়া হয়নি। আমার মনে হয় এটা খেলোয়াড়দের কাজে লাগবে।'

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকাঃ

এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, মিজানুর রহমান, ইমরুল কায়েস, মমিনুল হক, রকিবুল হাসান, ফজলে রাব্বি, আরিফুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান, তানভীর হায়দার, নাজমুল ইসলাম আপু, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, সালাউদ্দিন শাকিল, খালেদ আহমেদ, এবদাত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।