ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ

হারমানপ্রিতের ব্যাটে শ্বাসরুদ্ধকর ফাইনালে জাহানারাদের হার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:36 শনিবার, 11 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জয়পুরে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জের ফাইনাল আরেকটু হলেই জয়ের মাধ্যমে স্মরণীয় হতো বাংলাদেশের পেসার জাহানারা আলমের। ভেলোসিটির হয়ে চার ওভারে ২১ রান দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন তিনি। তারপরেও অধিনায়ক হারমানপ্রিত করের বিধ্বংসী ফিফটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই আসরে জিতেছে সুপারনোভাস।

ভেলোসিটির ছুঁড়ে দেওয়া ১২২ রানের লক্ষ্যে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে সুপারনোভাস। দলীয় ৫৩ রানে দুই ব্যাটসম্যান প্রিয়া পুনিয়া (২৯) ও জেমিমাহ রডরিগুয়েজ (২২) ফিরে গেলে বিপদে পড়ে দলটি।

এরপরে নিজের দ্বিতীয় ওভারে নাটালাই স্কাইভারকে (২) বোল্ড করে ফিরিয়েছেন জাহানারা। সুপারনোভাস শিবিরে আরেকটি বিপদ এনে দেন নিজের তৃতীয় ওভারেই।

সেই ওভারের চতুর্থ বলে সোফি ডিভাইনকেও (৩) বোল্ড করে ফিরিয়েছেন জাহানারা। ইংলিশ এবং কিউই দুই তারকাকে ফিরিয়েছেন সুপারনোভাসের ৬৪ রানের মধ্যেই।

এরপরে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৭ বলে ৫১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন হারমানপ্রিত। শেষওভারে তিনি যখন ফিরে যান তখনও চার বলে সাত রান লাগত সুপারনোভাসের। কিন্তু আর কোনো বিপদ ঘটেনি। 

ম্যাচে নিজের প্রথম ওভারে এক রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে জাহানারা দিয়েছেন চার রান। তৃতীয় ওভারে তিনি দিয়েছেন তিন রান। শেষ ওভারে হারমানপ্রিত করের সামনে কিছুটা খরুচে (১৩ রান) ছিলেন তিনি। সবমিলিয়ে চার ওভারে ২১ রান খরচায় দুই উইকেট নিয়েছেন জাহানারা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২১ রান করেছে ভেলোসিটি। সুষমা বার্মা ও অ্যামিলা করের দায়িত্বশীল ব্যাটিংয়ে এমন লক্ষ্য পেয়েছে দলটি।

দলীয় ৩৭ রানেই পাঁচ উইকেট হারায় ভেলোসিটি এরপরে ৭১ রানের জুটি গড়েন সুষমা ও অ্যামিলা। অ্যামিলা ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন। সুষমা করেন ৩২ বলে অপরাজিত ৪০ রান। সুপারনোভাসের হয়ে ২১ রান খরচায় দুটি উইকেট নেন লি তাহুহু।