অনূর্ধ্ব-১৬

ফিরলেন কাশিফ, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:59 শনিবার, 11 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ঃ ১২৪/৭, ৩৪ ওভারে

আসের ১৩*, ফয়সাল ০*; মুশফিক ২/৩৪, রনি ২/১৯

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ২২৮/৯, ওভারঃ ৫০

রাব্বি ৬৬, রনি ৩৫*; আসের ৩/৩৩, ফরহাদ ৩/৩৩

বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লক্ষ্য তাড়ায় ব্যাটিং করছে পাকিস্তান। বাংলাদেশ দল আগে ব্যাটিং করে ২২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তানকে।

জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশঃ বাংলাদেশের জয়ে পথে বাধা হয়ে ছিলেন পাকিস্তানের কাশিফ আলি। অবশেষে সেই পথ পরিষ্কার করলেন আশিকুর রহমান। ৬৭ বলে ৬৪ রান করা কাশিফকে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন তিনি।

এরপরের ওভারে এসেই নতুন ব্যাটসম্যান জুবাইর শেনওয়ারিকে শূন্য রানে ফিরিয়েছেন আজিজুল ইসলাম রনি। এটি রনির দ্বিতীয় উইকেট। উইকেটে রয়েছেন ১৩ রানে ব্যাটিং করা আসের মুঘল এবং নতুন ব্যাটসম্যান ফয়সাল আকরাম।

পাকিস্তানের জয়ে জন্য এখনও প্রয়োজন ১০৫ রান, বাংলাদেশের প্রয়োজন তিন উইকেট।

কাশিফের অর্ধশতকঃ ৬৫ রানে পাঁচ উইকেট হারানো পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন কাশিফ আলি। নিজের অর্ধশতক তুলে নিয়ে ৬৪ রানে ব্যাটিং করছেন তিনি। তাঁকে দারুণভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন আসের মুঘল। তিনি ব্যাটিং করেছেন ১১ রানে।

এর আগে বাংলাদেশের দলের বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল পাকিস্তান। দুটি উইকেট নিয়েছেন মুশফিক হাসান।

পাকিস্তান শিবিরে রনির হানাঃ ইনিংসের শুরুতেই বাংলাদেশকে উইকেট উপহার দিলেন আজিজুল ইসলাম রনি। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সের পর বল হাতেও আলো ছড়াচ্ছেন তিনি। পাকিস্তানের ওপেনার মোহাম্মদ শেহজাদকে ১ রানে ফিরিয়েছেন রনি।

এখন উইকেটে রয়েছেন আরেক ওপেনার সামির সাকিব তিনি ব্যাটিং করছেন ৩ রানে। তিনে নামা ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াকাস ব্যাটিং করছেন ৪ রানে।