অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড একাদশ সিরিজ

স্মিথের আলো ছড়ানোর দিনে হারল অস্ট্রেলিয়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:45 বুধবার, 08 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিনটি আন-অফিসিয়াল ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ান একাদশ। প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া একাদশ। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড একাদশ।

ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড একাদশ।

অস্ট্রেলিয়ার হয়ে ৮৯ রান করা স্মিথকে ছাপিয়ে এই ম্যাচের আলো কেড়ে নিয়েছেন কিউই তারকা উইল ইয়ং। তাঁর ১৩০ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ড একাদশ।

সিরিজের প্রথম ম্যাচে অপরিচিত ওয়ান ডাউন পজিশনে ব্যাট করলেও এই ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করেছেন ডেভিড ওয়ার্নার। তবে ব্যাট হাতে সফল হতে পারেননি তিনি। ফিরেছেন শূন্য রানে।

আরে ওপেনার-দলপতি অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ১৬ রানের ইনিংস। শন মার্শ ফিরেছেন ২৮ রান করে। পাঁচ নম্বরে নামা স্টিভ স্মিথ খেলেছেন ৮৯ রানের অপরাজিত ইনিংস।

৭৭ বলে খেলা এই ইনিংসে চারটি ছয় ও সমান সংখ্যক চারের মার মেরেছেন স্মিথ। হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল ৪৪ বলে ছয়টি চার, দুটি ছক্কায় করেন ৫২ রান। ব্যাট হাতে আলো ছড়িয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে।

শেষ দিকে নেমে ১২ বলে চারটি বাউন্ডারিতে করেন ২২ রান। নিউজিল্যান্ডের হয়ে ডগ ব্রাসওয়েল তিনটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট নিয়েছেন টিকনার, জেমস নিশাম, টড অ্যাশল এবং ডেরিল মিচেল।

২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই তাদের ওপেনার হাশিম রাদারফোর্ডের উইকেট হারায়। আরেক ওপেনার জর্জ ওরকারের ব্যাট থেকে এসেছে ৫৬ রানের ইনিংস।

তিন নম্বরে নামা উইল ইয়ং ১৩২ বলে ১১টি চার আর দুটি ছক্কায় ১৩০ রান করে রান আউট হয়ে ফিরেছেন। জাতীয় দলের তারকা ও দলটির অধিনায়ক টম ল্যাথাম ৬৭ বলে ৬৯ এবং টম ব্ল্যান্ডেল ৭ বলে ১৩ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে পেসার মিচেল স্টার্ক ২টি উইকেট নিয়েছেন। ঝাই রিচার্ডসনের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়া কেন রিচার্ডসন ১০ ওভারে ৫২ রান খরচায় কোনো উইকেট পাননি।

সংক্ষিপ্ত স্কোরঃ 

অস্ট্রেলিয়া একাদশঃ ২৭৭/৬ (৫০ ওভার)

(স্মিথ ৮৯*, খাজা ৫৬, ম্যাক্সওয়েল ৫২)

নিউজিল্যান্ড একাদশঃ ২৮৩/৩ (৪৭.২ ওভার)

(ইয়ং ১৩০, লাথাম ৬৯*; স্টার্ক ২/১৪)