আইপিএল

মেয়েদের আইপিএলে আজ নামবে জাহানারার ভেলোসিটি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:53 বুধবার, 08 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নারীদের আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ ভেলোসিটির মুখোমুখি হচ্ছে ট্রেইলব্লেজার্স দলটি। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে এই ম্যাচ। আইপিএলের আদলে গড়া এই টুর্নামেন্টটির আসল নাম উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। 

এখানে আজকের ম্যাচে ভেলোসিটি দলের হয়ে মাঠে নামতে পারার সম্ভাবনা আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলমের। ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজের অধীনে খেলবেন তিনি।

বিদেশি নারী ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে যাওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার জাহানারা। গত বছর অস্ট্রেলিযার ঘরোয়া টি-টোয়েন্টি আসর ওমেন্স বিগ ব্যাশ লীগে খেলতে গিয়েছিলেন অলরাউন্ডার রুমানা আহমেদ ও অফস্পিনার খাদিজাতুল কুবরা। 

একমাত্র বাংলাদেশি হিসেবে নারী আইপিএলে সুযোগ পাওয়ায় বেশ আপ্লুত জাহানারা। তাঁর বিশ্বাস টুর্নামেন্টটিতে তাঁর অন্তর্ভুক্তি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর উন্নতির বড় প্রমাণ। একই সাথে মিতালি রাজের মতো একজন ক্রিকেটারের অধীনে খেলার সুযোগ পাওয়ায় আনন্দিত তিনি। জাহানারা বলেছেন, 

'১২ জন বিদেশী খেলোয়াড়ের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পাওয়া দারুণ কিছু। নারী ক্রিকেটের জন্য এটি একটি সম্ভাবনাময়ী টুর্নামেন্ট এবং মিতালি রাজের মতো একজন কিংবদন্তী ক্রিকেটারের অধীনে খেলা দারুণ। আমি এক মাস আগেও এটি ভাবিনি। আয়োজকরা আমাকে আমন্ত্রণ করেছিল খেলার জন্য এবং বাংলাদেশ যে দল হিসেবে কতটা এগিয়েছে তার প্রমাণ এটি।'

এর আগে টুর্নামেন্টটির প্রথম ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছিল জাহানারাদের প্রতিপক্ষ ট্রেইলব্লেজার্স। সুতরাং আজকের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে তারা। দলটিকে নেতৃত্ব দিবেন জাতীয় দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা।

ভেলোসিটি স্কোয়াডঃ মিতালি রাজ (অধিনায়ক), অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড), ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড), জাহানারা আলম (বাংলাদেশ), দেবিকা বৈদ্য, একতা বিস্ট, হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), কোমল ঝাঁঝড়, শেফালি বর্মা, শিখা পান্ডে, সুষমা বর্মা (উইকেটরক্ষক), সুশ্রী দিব্যদর্শিনী ও বেদা কৃষ্ণমূর্তি।

ট্রেইলব্লেজার্স স্কোয়াডঃ স্মৃতি মান্ধানা (অধিনায়ক), ডায়ালান হেমালতা, জেসিয়া আখতার, দিপ্তি শর্মা, হারলিন দেওইল, স্টেফেনি টেইলর (ওয়েত ইন্ডিজ), সুজি বেটস (নিউজিল্যান্ড), শাকিরা সেলমান (ওয়েস্ট ইন্ডিজ), রবি কল্পনা (উইকেটরক্ষক), ভারতি ফুলমালি, ঝুলান গোস্বামী, রাজেস্বারি গায়াকওয়াড, সোফি একলেস্টোন (ইংল্যান্ড)।