অনূর্ধ্ব-১৬

লিড বাড়াচ্ছে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:45 বুধবার, 08 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ১১৩/৪, ৪৪.১ ওভারে

আইচ ৪১*, রিহাদ ০*; আসের ৩/২৩, উমার ১/১০

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ (প্রথম ইনিংস): ২২০ অলআউট, ৮৩.২ ওভারে

উমার ৫৭, কাশিফ ২২; রাব্বি ৩/৪২, মুশফিক ৩/৩৮

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (প্রথম ইনিংস): ২৯২ অলআউট, ওভারঃ ৭৩.৫

রিহাদ ১৩৬*, রবিন ৫৩; আসের ৪/৩৮, আলি ৩/৫০

খুলনায় পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের টেস্টে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট করে ৭২ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করছে তারা।

জুটি ভাঙ্গলেন মুঘলঃ তিন হারানো বাংলাদেশের সংগ্রহ বাড়িয়ে চলছিলেন রাফসান এবং আইচ। কিন্তু তাঁদের ৫০ রানের জুটিতে ফাটল ধরান আসের মুঘল। ১২৫ বলে ২৮ রান নেয়া রাফসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন আসের। এটি ইনিংসের তৃতীয় উইকেট তাঁর।

তবে ব্যাট হাতে দারুণ ভূমিকা পালন করে যাচ্ছেন আইচ মোল্লা। তিনি ব্যাটিং করছেন চল্লিশের ঘরে। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন প্রথম ইনিংসে শতক হাঁকানো বাংলাদেশের অধিনায়ক রিহাদ খান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৮৫ রানের।

তিন উইকেট নেই বাংলাদেশেরঃ দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় বলে সাজ্জাদ হোসেন মিরাজ ০ রানে এবং ইনিংসের পঞ্চম ওভারে মফিজুল ইসলাম রবিন ৬ রানে ফিরে যান। দুইজনের উইকেটই তুলে নেন পাকিস্তানের আসের মুঘল।

এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়েন সাকিব শাহরিয়ার এবং রাফসান জানি। অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করলেও তৃতীয় দিনের প্রথম সেশনে ৩২ রান করা সাকিব ফিরে যান। পাকিস্তানের অধিনায়ক উমার ইমান উইকেটটি তুলে নেন।

বর্তমানে উইকেটে রয়েছেন রাফসান ১৬ রান নিয়ে, তাঁকে সঙ্গ দিচ্ছেন আইচ মোল্লা। তিনি ব্যাটিং করছেন ১০ রানে। বাংলাদেশের সংগ্রহ ৬৬ রান তিন উইকেটের বিনিময়ে।