অনূর্ধ্ব-১৬

বাংলাদেশকে ভোগাচ্ছে পাকিস্তানের টেল এন্ডাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:21 মঙ্গলবার, 07 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ 

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ঃ ২২০/৮, ৮৩.১ ওভারে

ফয়সাল ১১*, খালেদ ১৩*; রাব্বি ২/১৩, মুশফিক ৩/৩৮

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ২৯২ অলআউট, ওভারঃ ৭৩.৫

রিহাদ ১৩৬*, রবিন ৫৩; আসের ৪/৩৮, আলি ৩/৫০

প্রতিরোধ গড়েছেন ফয়সাল-খালেদঃ রানের ব্যবধান কমিয়ে আনছেন পাকিস্তানের শেষের দিকের দুই ব্যাটসম্যান ফয়সাল এবং খালেদ। দুইজনেই উইকেটে থিতু হয়ে খেলছেন। রান না তুললেও বাংলাদেশি বোলারদের বিপক্ষে শক্ত প্রতিরোধ তৈরি করেছেন তাঁরা দুইজন।

ফয়সাল ব্যাটিং করছেন ৬০ বলে ১১ রান নিয়ে। খালেদ খেলেছেন ২৬ বল, রান তুলেছেন ১৩। বাংলাদেশ থেকে মাত্র ৭২ রান পিছিয়ে পাকিস্তান।

দুইশ'র ঘরে পাকিস্তানঃ আট উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। উইকেটে রয়েছে দুই ব্যাটসম্যান ফয়সাল আকরাম এবং খালেদ খান। ফয়সাল ব্যাটিং করছেন ১০ রানে, খালেদ আছে ৭ রানে।

ফিরেছেন উমারঃ ১১৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হয়ে ফিরেছেন পাকিস্তানের অধিনায়ক উমার ইমান। নয়টি চারে সাজিয়েছেন নিজের ইনিংসে। তাঁকে সাজঘরের পথ দেখিয়েছেন বাংলাদেশি বোলার মুশফিক।

নতুন দুই ব্যাটসম্যান হিসেবে উইকেটে আছেন আলি আসফান্দ এবং ফয়সাল আকরাম।

উমারের অর্ধশতকঃ এক প্রান্ত দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। অপরপ্রান্ত ধরে রেখেছেন দলের অধিনায়ক উমার। দলের পুঁজি বাড়ানোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন তিনি।

ইতিমধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান। ৫১ রানে মাঠে আছেন উমার, যেখানে ৮টি চার হাঁকিয়েছেন তিনি। কিন্তু তাঁকে সঙ্গ দেয়া শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন আসের মুঘল। মুশফিকের বলে ২২ রান তুলতেই আউট হয়েছেন এই ব্যাটসম্যান।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন আলি আসফান্দ। ইতিমধ্যে ছয় উইকেট হারিয়েছে পাকিস্তান। তাঁদের রান ১৬১, বাংলাদেশ থেকে ১৩১ রান পিছিয়ে তারা।

জুটি ভাঙ্গলেন রিহাদঃ চার উইকেট হারানোর পর বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়েছিলেন পাকিস্তানের অধিনায়ক উমার এবং কাশিফ। তবে তাঁদের জুটি বড় করতে দেননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক রিহাদ খান।

উমার-কাশিফের ৩১ রানের জুটি ভেঙ্গেছেন তিনি। কাশিফকে ২২ রানে আউট করেছেন রিহাদ। কিন্তু একপ্রান্ত ধরে রেখেছেন উমার। তিনি ব্যাটিং করেছেন ৩৬ রানে। নিজের ইনিংস দীর্ঘ করছেন তিনি।

রাব্বির জোড়া আঘাতঃ ব্যাট হাতে দিনের শুরুটা দেখে শুনেই কাটাচ্ছিলেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান সামির এবং হাসিবুল্লাহ। কিন্তু জুটি বড় হতে দেননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বোলার মাহফুজুর রহমান রাব্বি।

তাঁদের দুইজনের ৩৩ রানের জুটি ভাঙ্গেন তিনি। সামিরকে ১৯ রানে বোল্ড করে ফেরান রাব্বি। এরপর তুলে নেন হাসিবুল্লার উইকেট। যিনি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন ১৫ রান।

নতুন দুই ব্যাটসম্যান হিসেবে উইকেটে আছেন অধিনায়ক উমার ইমান এবং কাশিফ আলি।

পাকিস্তানের সতর্ক শুরুঃ প্রথম দিন বাংলাদেশ দলকে অলআউট করে দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান দল। কিন্তু ইনিংসের শুরুটা ভালো হয়নি তাদের। ৮ ওভার ব্যাটিং করতেই দুই উইকেট হারিয়ে বসে দলটি, রান তখন ২০।

ওপেনার মোহাম্মদ শেহজাদ ৮ রান করে ফিরে যান মুশফিক হাসানের বলে। মোহাম্মদ ওয়াকাস মাত্র ৯ রান তুলতেই আশিকুর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে যান।

দ্বিতীয় দিনের শুরুতে স্বল্প রানে দুই উইকেট হারানোর ধকল থেকে বের হয়ে পাকিস্তানকে ভালো সূচনা দিয়েছেন আরেক ওপেনার সামির সাকিব। তিনি ব্যাটিং করছেন ১৬ রানে। তাঁকে সঙ্গ দিয়ে যাচ্ছেন হাসিবুল্লাহ। তাঁর রান ৩।