আইপিএল

সানরাইজার্সকে প্লে অফে নিয়ে গেল মুম্বাই

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 00:18 সোমবার, 06 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নয় উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে শীর্ষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল মুম্বাই। একইসাথে চতুর্থ দল হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্লে অফে তুলে নিল তাঁরা।

আইপিএলের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ছিল রবিবার। এদিনে প্লে অফের চতুর্থ স্থানের জন্য মাঠে নেমেছিল কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স।

দিনের আগের ম্যাচে চেন্নাইয়ের সাথে জিতলেও নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থেকে আসর শেষ করে পাঞ্জাব। কলকাতার সামনে সমীকরণ আরও সহজ ছিল।

মুম্বাইকে হারাতে পারলেই ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যেত তাঁরা। মুম্বাইয়ের কাছে কলকাতা হেরে যাওয়ায় ১২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 

মুম্বাইতে টসে হেরে ব্যাট করা কলকাতা এদিনে উল্লেখ করার মতো ব্যাটিং করতেই পারেনি। কেবল ক্রিস লিন খেলেছেন ২৯ বলে দুটি চার এবং চারটি ছক্কায় ৪১ রানের ইনিংস।

এছাড়া শেষদিকে ১৩ বলে তিনটি ছক্কায় ২৬ রানের ইনিংস খেলেছেন নিতিশ রানা। মুম্বাইয়ের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন কলকাতার ব্যাটসম্যানরা।

লিন ও রানার ইনিংস ছাড়াও একপাশ আগলে রেখেছিলেন রবিন উথাপ্পা। ব্যাটসম্যানদের আসা যাওয়া দেখতে দেখতে ৪৭ বলে ৪০ রান করে ফিরেছেন তিনিও।

পুরো আসর ভালো খেলে এই ম্যাচে শুন্য রানে ফেরেন কলকাতার ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। শেষপর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৩ রান করে কলকাতা। 

মুম্বাইয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ৪৬ রানে কুইন্টন ডি ককের (৩০) উইকেট হারায় মুম্বাই। এরপরে রোহিত শর্মার ৪৮ বলে ৫৫* এবং সুরিয়াকুমার যাদবের ২৭ বলে ৪৬* রানের সুবাদে ২৩ বল হাতে রেখে জয় পায় দলটি।

সংক্ষিপ্ত স্কোরঃ-

কলকাতা নাইট রাইডার্সঃ- ১৩৩/৭ (২০ ওভার)
(লিন ৪১, উথাপ্পা ৪০; মালিঙ্গা ৩/৩৫)
মুম্বাই ইন্ডিয়ান্সঃ- ১৩৪/১ (১৬.১ ওভার)
(শর্মা ৫৫*, যাদব ৪৬*; প্রসিধ ১/২২)