দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

ঘরোয়া ক্রিকেট ছাড়লেন ডুমিনি, খেলবেন টি-টুয়েন্টি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:43 রবিবার, 05 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অলরাউন্ডার জেপি ডুমিনি। অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন ডুমিনির ঘরোয়া দল কেপ কোবরার কোচ অ্যাশওয়েল প্রিন্স। 

তবে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেও দিক্ষিন আফ্রিকার হয়ে টি টুয়েন্টি ক্রিকেট এবং আন্তর্জাতিক লীগগুলোতে খেলবেন ডুমিনি। এর আগে মার্চে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিবেন। 

কোবরার হয়ে তিন বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে না খেললেও দলটির লিস্ট 'এ' ক্যাম্পেইনের অংশ ছিলেন ডুমিনি। কিছুদিন আগে ডান কাঁধের ইনজুরি থেকে সেরে ওঠা এই প্রোটিয়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন কোবরাদের হয়ে। 

২০০২ সালে ১৭ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল ডুমিনির। ওয়েস্টার্ন প্রোভিন্সে সেবার তাঁর দলে ছিলেন হার্শেল গিবস, গ্যারি কারস্টেন, জোনাথান ট্রট এবং পল অ্যাডামসের মতো ক্রিকেটাররা। 

এরপর একই বছরের নভেম্বরে ওয়েস্টার্ন প্রোভিন্সের পক্ষে লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক হয় এই প্রোটিয়ার। নামিবিয়ার বিপক্ষে সেই ম্যাচে চার নম্বরে খেলতে নেমে ৭৮ রানের একটি ইনিংস খেলেছিলেন ডুমিনি। 

এখন পর্যন্ত মোট ১০৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। যেখানে ব্যাট হাতে ৪৬.০৮ গড়ে ৬৭৭৪ রান সংগ্রহ করেছেন তিনি। আর উইকেট পেয়েছেন ৭৭টি। তাঁর রয়েছে ২০টি সেঞ্চুরি এবং ৩০টি হাফসেঞ্চুরি। 

অপরদিকে লিস্ট 'এ' ক্রিকেটে ২৬৯টি ম্যাচ খেলে ৩৮.৭৮ গড়ে ৭৪০৮ রান সংগ্রহ করার পাশাপাশি ৯২ উইকেট নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। ৫টি সেঞ্চুরি এবং ৫০টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি লিস্ট 'এ' ক্রিকেটে।