আইপিএল

দাপুটে জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:02 শনিবার, 04 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

শুভমন গিলের অর্ধশতকে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ দুই ম্যাচে টানা জয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে দলটি।

১৮৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৬২ রান তোলেন শুভমন গিল ও ক্রিস লিন। মাত্র ২২ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন লিন। তাকে ফিরিয়েছেন অ্যান্ড্রু টাই।

এরপর রবিন উথাপ্পাকে নিয়ে গিল যোগ করেন ৩৮ রান। উথাপ্পা অশ্বিনের শিকার হয়ে ফিরেছেন ২২ রান করে। আন্দ্রে রাসেল ঝড় তুলে মাত্র ১৪ বলে ২৪ রান করে ফিরেন মোহাম্মদ শামির বলে টাইয়ের হাতে ক্যাচ দিয়ে।

শেষ দিকে দীনেশ কার্তিকের ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে কলকাতা। গিল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৫ রান করে। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় পাঞ্জাব। ক্রিস গেইল ১৪টি বলে ১৪ রান করে আউট হওয়ার পর লোকেশ রাহুল আউট হন মাত্র ২ রান করে।

দুই ওপেনারকে ফিরিয়েছেন সন্দ্বীপ ওয়ারিয়র। তিন নাম্বারে নেমে মায়াঙ্ক আগারওয়াল ২৬ বলে করেন ৩৬ রান। নিকোলাস পুরান ২৭ বলে ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৪৮ রানের ইনিংস।

মানদীপ সিংয়ের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ২৫ রান। শেষ দিকে নেমে পাঞ্জাব অলরাউন্ডার স্যাম কুরান ২৪ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। মূলত তাঁর ইনিংসেই ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় পুঁজি পায় পাঞ্জাব।

তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কায়। কলকাতা নাইট রাইডার্সের ওয়ারিয়র ২টি আর একটি করে উইকেট নেন গার্নি, আন্দ্রে রাসেল ও নীতিশ রানা।

সংক্ষিপ্ত স্কোরঃ 

কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৮৩/৬ (২০ ওভার)

(৪৮ পুরান, কুরান ৫৫*; ওয়ারিয়র ২/৩১)

কলকাতা নাইট রাইডার্সঃ ১৮৪/৩ (১৮ ওভার)

(গিল *, লিন ৪৬, কার্তিক ২১*; অশ্বিন ১/৩৮)