বিশ্বকাপ ২০১৯

ভারতেই বিশ্বকাপ প্রস্তুতি সারছেন সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:21 শুক্রবার, 26 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ভারতেই সেরে নিচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা সাকিব জানিয়েছেন বাংলাদেশের মাটিতে যে ধরণের প্রস্তুতি নিতেন তেমনটা ভারতেই নিতে পারছেন বিধায় এখনই বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

আগামী মাসের ৫ তারিখে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং উইন্ডিজদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আইরিশদের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজটিতে অংশ নিতে শীঘ্রই আয়ারল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ দল। ভারত থেকে সরাসরি দলের সাথে যোগ দিবেন সাকিব। এই সিদ্ধান্তটিকে যোগ্য হিসেবে বিবেচিত করে এই টাইগার অলরাউন্ডার বলেছেন,   

'আমি আমার সাধ্যমত যা করার দরকার তাই করছি বিশ্বকাপে নিজেকে প্রস্তুত করার জন্য। আমার আরও কিছু ম্যাচ খেলা প্রয়োজন যেটি আমার জন্য উপকারী হবে, তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করছি, যেহেতু এখানে প্রস্তুতি একটি চিন্তার ব্যাপার। আমি বাংলাদেশে এসে প্রস্তুতি নিতে পারতাম, তবে আইপিএলে একই প্রস্তুতিটি আমি নিচ্ছি।'

তবে সাকিব যাই বলুন না কেন, ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করার খুব বেশি সুযোগ তিনি পাচ্ছেন না। কেননা টিম কম্বিনেশনের কারণে হায়দ্রাবাদের হয়ে এখন পর্যন্ত মাত্র ২টি ম্যাচে খেলা হয়েছে তাঁর। অবশ্য সাকিবের মতো পেশাদার একজন ক্রিকেটার বাস্তবতা ঠিকই বুঝতে পারছেন। তাই তিনি বলেছেন,   

'এই বছরে অনেকগুলো ম্যাচ খেলা আমার জন্য কঠিন হবে কারণ আমাদের স্কোয়াড বেশ শক্তিশালী এবং আমি জানি যে আমি অনেক ম্যাচে খেলতে পারবো না। একই সাথে, বেশিরভাগ বিদেশী ক্রিকেটাররা পারফর্ম করছে, সুতরাং আমাকে সেটি বুঝতে হবে। তবে আমি যখন সুযোগ পাবো তখন দলের জন্য আমাকে অবদান রাখতেই হবে।'

উল্লেখ্য এবারের আইপিএলে ২টি ম্যাচ খেলা সাকিব নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৪২ রান খরচ করে ১ উইকেট শিকার করেছিলেন তিনি।

এরপর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে ৪ ওভারে ২৭ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। আর ব্যাট হাতে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।