পথশিশুদের বিশ্বকাপ

পথশিশুদের বিশ্বকাপে বাংলাদেশ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:03 বৃহস্পতিবার, 25 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পথশিশুদের নিয়ে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করছে ইংল্যান্ড। মে মাসের প্রথম সপ্তাহে অনুস্থিত হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের পথশিশুরাও। আসরে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতার  দায়িত্ব নিয়েছে ইউনিভারসিটি অফ দ্যা ওয়েস্ট অফ ইংল্যান্ড (ইউডাব্লুইউই)।

বাংলাদেশ সহ নয়টি দল অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। বাকি দেশগুলোর মধ্যে আছে রিপাব্লিক অফ কঙ্গো, পাকিস্তান, ভারত, তানজানিয়া ও মরিসাস। 

আসরে অংশগ্রহণ করা সবগুলো দলে ১৩ থেকে ১৭ বছরের পথশিশুরা থাকছে। বাংলাদেশ দলের হয়ে খেলছে চারজন ছেলে এবং চারজন মেয়ে ক্রিকেটার।

আসরে অংশগ্রহণের জন্য ইউডাব্লুইউই ৬০০০ ইউরো দান করেছে ফ্রেন্ডস অফ স্ট্রিট চিলড্রেন বাংলাদেশকে, যে প্রতিষ্ঠানের অধীনে থাকা ক্ষুদে ক্রিকেটাররা অংশ নিচ্ছে আসরে।

ফ্রেন্ডস অফ স্ট্রিট চিলড্রেন বাংলাদেশের চেয়ারম্যান মাইক শেরিফ এই বিষয়ে জানান, 'ইউডাব্লুইউইর সহযোগিতা দারুণ কাজে লেগেছে আমাদের। ইংল্যান্ডে আমাদের ক্ষুদে ক্রিকেটারদের চিন্তা দূর হয়েছে। এমন আসরে খেলার সুযোগ তাঁদের কমই আসবে।

'আয়োজকরা সবাই বিভিন্ন দেশের ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে। বাংলাদেশের সঙ্গে সবার পরিচিতিও চান তাঁরা।'

কেমব্রিজের দুটি মাঠে অনুস্থিত হবে এই আসরের ম্যাচগুলো। লন্ডনে ২৯ এপ্রিল পথশিশুদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করার কথা রয়েছে। ৭ই মে লর্ডসে ফাইনাল অনুস্থিত হবে।