পাকিস্তান ক্রিকেট

ইংল্যান্ডে বিশেষ নিরাপত্তা পাবে পাকিস্তান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:32 বৃহস্পতিবার, 25 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডে বিশেষ নিরাপত্তা পাচ্ছে পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চাওয়াতে দলটির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মাসখানেক আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার মুখোমুখি হতে গিয়ে বেঁচে ফিরেছে বাংলাদেশ দল। এছাড়া শ্রীলংকায়ও সম্প্রতি সন্ত্রাসী হামলা হয়েছে।

দুটো ঘটনায় প্রাণ হারিয়েছে শত শত নিরীহ মানুষ। বিশেষ করে ক্রাইস্টচার্চের হামলার পর নিরাপত্তা ইস্যুতে অনেক বেশি সতর্ক প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ।

আর তাই ইংল্যান্ডের কাছে বিশেষ নিরাপত্তা চেয়েছে পিসিবি। ইসিবিও সায় দিয়েছে তাতে। জানা গেছে, মঙ্গলবার লন্ডনের হিথরো এয়ারপোর্টে পা রাখার পরে মাত্র ৩০ মিনিটের মধ্যে আনুষ্ঠানিকতা সারবে পাকিস্তান দল।

এই সময়ে তাঁরা এয়ারপোর্টের ওয়েটিং রুমে অবস্থান করবে। এরপরে কয়েকস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়ে হোটেল পর্যন্ত যাবে পাকিস্তান। 

উল্লেখ্য, বিশ্বকাপ উপলক্ষে একটু আগে ভাগেই ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান দল। কেননা স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ শুরুর আগে একটি টি-টুয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সরফরাজ আহমেদের দল।

কমপক্ষে ৮৩ দিনের সফরে যাচ্ছে পাকিস্তান। ইংল্যান্ডে পৌঁছানোর পর থেকে সফরের শেষ পর্যন্ত ইসিবির দেওয়া নিরাপত্তার চাদরে থাকবে দলটি।