বিশ্বকাপ

তামিমের ভূয়সী প্রশংসায় স্টিভ রোডস

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 19:26 বৃহস্পতিবার, 25 এপ্রিল, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লীগ না খেলে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বিশ্বকাপের মতন বড় আসর সামনে থাকায় কোনো রকম ঝুঁকি নিতে চান তিনি তামিম-মুশফিক।

একই সাথে ব্যক্তিগতভাবে ফিটনেস নিয়ে কাজ করার জন্যই প্রিমিয়ার লীগ থেকে নাম সরিয়ে নিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের ভালো মন্দ সম্পর্কে অবগত থাকা তামিমের সিদ্ধান্তকে সম্মান করেন প্রধান কোচ স্টিভ রোডস।

‘তামিম দারুণ উদাহরণ। সে একজন দারুণ পেশাদারী ব্যক্তিত্ব। সে জানে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে কি করতে হয়। ডিপিএল থেকে ৩-৪ সপ্তাহের বিশ্রাম নিয়েছে সে। কারণ সে জানে সামনের টুর্নামেন্ট গুলো কত গুরুত্বপূর্ণ। নিজেকে সতেজ রাখা কত গুরুত্বপূর্ণ সেটা তাঁর জানা আছে। ব্যাটিং ও ফিল্ডিংয়ের জন্য ওর যা করা দরকার সে তা করছে,‘ বলেছেন স্টিভ রোডস।

ব্যক্তি হিসেবে তামিমকে সম্মান করেন স্টিভ রোডস। যে কোনো ইস্যুতে তামিমের মতামতকে যথেষ্ট গুরুত্বের সাথে নেন তিনি। ক্যারিয়ারে অনেক উত্থান পতন পার করে আসায় তামিমকে সবসময় আলাদা চোখে দেখেন এই ইংলিশ ম্যান।

‘সে এমন একজন ব্যক্তিত্ব, যার কাছে সবসময় কোনো চিন্তা বা অভিমত জানতে চাওয়া যায়। আমি সবসময় তামিমের মতামতে আগ্রহ প্রকাশ করি। মাঝে মাঝে সব মানুষের জীবনে উত্থান পতন আসে। তামিম তাঁর উদাহরণ। তবে সে সব ঠিক করেছে। আমি তাঁকে সম্মান করি। খুবই ভালো ক্রিকেটার ও পেশাদারী ক্রিকেটার।’