টেস্ট চ্যাম্পিয়নশীপ

টেস্ট চ্যাম্পিয়নশীপের আগে কাউন্টিতে ৭ ভারতীয় ক্রিকেটার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:45 শুক্রবার, 19 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের আগে নিজেদের প্রস্তুতি সারতে কাউন্টি ক্রিকেটে খেলবেন ৭ ভারতীয় ক্রিকেটার। আগামী জুলাই-আগস্ট থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশীপের আসর। 

মূলত বিশেষজ্ঞ টেস্ট ক্রিকেটারদেরই কাউন্টি খেলতে পাঠাবে ভারত। এই ক্রিকেটারদের তালিকাও প্রস্তুত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, পৃথ্বী শ, হনুমা বিহারি, মায়াঙ্ক অগারওয়াল, রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মার কাউন্টি খেলার কথা রয়েছে। এদিকে, কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে হয়ে তিন বছরের চুক্তি রয়েছে পূঁজারার।

তাছাড়া, রাহানে মাঠ মাতাতে পারেন হ্যাম্পাশায়ারের হয়ে। তাঁর খেলার ব্যাপারে ইতিমধ্যে সম্মতি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান  বিনোদ রাই।

বোর্ডের বাকি দুই সদস্য এডুলজি ও রবি থোড়াগে সম্মতি দিলেই দলটির হয়ে খেলতে কোনো বাঁধা থাকবে না রাহানের। বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তা জানিয়েছেন,

'বিশ্বকাপের দুই সপ্তাহ পরেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে ভারত। তাই টেস্ট ফর্ম্যাটে বিশেষজ্ঞদের কাউন্টি খেলিয়ে প্রস্তুতি সারার ওপর জোর দেওয়া হচ্ছে। জুন মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কাউন্টি খেলতে পারে তাঁরা।'

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, গত বছর ভারতের ইংল্যান্ড সফরের সময়ই ক্রিকেটারদের কাউন্টি খেলার ব্যাপারে আলাপ আলোচনা করেছেন তাঁরা। এরই মধ্যে লেইস্টারশায়ার, এসেক্স ও নটিংহ্যামশায়ারের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে।

উইন্ডিজ সিরিজের আগে প্রত্যেক ক্রিকেটারকে ৩-৪টি করে প্রথম শ্রেণির ম্যাচ খেলানোর পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। সেই পরিকল্পনা মতেই তাদের কাউন্টি খেলার ব্যাপারে জোড় দিচ্ছেন তাঁরা।